Chief Minister’s effigies were burnt at different places to protest against his statement that the Congress is a party of corrupt.
কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর প্রতি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে স্থানে স্থানে কংগ্রেস দল মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে। দলের পক্ষ থেকে আজ শিলচরেও সোনায়ালের কুশপুত্তলিকা দাহ করা হয়।
গতকাল নতুন দিল্লিতে বিজেপির মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, “রাহুল গান্ধী যতই চেষ্টা করুন প্রধানমন্ত্রী হতে, কোনদিনই প্রধানমন্ত্রী হতে পারবেন না; কারণ কংগ্রেস ইমানদার দল নয়, বেইমান।”
বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার সাথে সাথে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারই বহিঃপ্রকাশ আজকের এই আন্দোলন কর্মসূচি।
আজ টেনিস ক্লাব পয়েন্টে শিলচরে এই কার্যসূচিতে অংশ নিয়ে একজন কর্মকর্তা বলেন, “১২৯ বছরের একটা দল- যে দল ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সেই দলের বিরুদ্ধে বেইমান শব্দ প্রয়োগ করার আগে সর্বানন্দ সোনোয়ালের জানা উচিত তিনি নিজেই আসু অগপ হয়ে বিজেপিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। এইযে হিমন্ত বিশ্বাস শর্মা, তিনি সুদীর্ঘ বছর কংগ্রেস দলে মন্ত্রিত্ব করে এখন বিজেপির দলে এসে মন্ত্রিত্ব করছেন। তাই বেইমান কারা অসমের জনগণ ঠিক বিচার করে নেবে। ”
তবে আজকের এই আন্দোলন কর্মসূচিতে শিলচরে হাতে গোনা কয়েকজন দলীয় কর্মী উপস্থিত ছিলেন।
Comments are closed.