Also read in

Today’s Headlines: Rumi-Shahin altercation. Vulgar abuses exchanged, tension in the reception gathering at the Congress office.

সুপ্রভাত, আজ মঙ্গলবার ২৫শে ডিসেম্বর,২০১৮ খ্রিস্টাব্দ; ৯ই পৌষ,১৪২৫ বঙ্গাব্দ।।

আজ ক্রিসমাস, প্রভু যীশুর জন্মদিন।।

আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌

প্রধানমন্ত্রী মোদির আসাম সফর নিয়ে আজ মুখ্য শিরোনাম করেছে স্থানীয় পত্রিকা গুলো।

প্রান্তজ্যোতির লিড নিউজ,

ভোটের ঢাকে কাঠি দিতে শিলচরে মোদি- ৪ জানুয়ারি দলীয় কর্মসূচি জানালেন রঞ্জিত

সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

ভোটের ডঙ্কা: ৩ লক্ষ লোকের সমাগমের টার্গেট বিজেপির – ৪ জানুয়ারি শিলচর থেকে শুরু হচ্ছে মোদির নির্বাচনী প্রচার

সাথে আছে,

  • আজ বগীবিল সেতুর উদ্বোধনে আসছেন মোদি
  • খসড়া-ছুটদের ‘অনুপ্রবেশকারী’ বলেননি অমিত, সাফাই বিজেপির

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,

ক্ষমতা অক্সিজেন! একে ছাড়া বাঁচতে পারে না কংগ্রেস: মোদি।। নিশ্ছিদ্র নিরাপত্তায় আজ অসমে প্রধানমন্ত্রী।। বরাকের দুই আসনেই চোখ : ৪ জানুয়ারি শিলচরে নমো

দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ লিখেছে,

ঘুসপেটিয়া! অমিতের মন্তব্য মানেননা রঞ্জিত।। খসড়া-ছুটদের বিদেশী বা অনুপ্রবেশকারী বলা যাবেনা :প্রদেশ সভাপতি

নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল সোমবার শিলচর ইন্দিরা ভবনে। এই নিয়ে প্রান্তজ্যোতি ছবিসহ লিখেছে,

রুমিকে গালমন্দ করে চাপে পড়ে ইস্তফা সিরাজের

সাময়িক জানাচ্ছে,

রুমি-শাহিন বচসা অশ্লীল গালিগালাজ, কংগ্রেস অফিসের সংবর্ধনা সভায় উত্তেজনা।। পদত্যাগ সাধারন সম্পাদকের! অস্বীকার জেলা সভাপতির

যুগশঙ্খ জানাচ্ছে,

শিলচর জেলা কংগ্রেস- রুমি নাথের নামে আপত্তিকর শব্দ! হুলস্থূলে তাল কাটল সংবর্ধনা সভা

দ্বিতীয় শিরোনামে সাময়িক জানাচ্ছে,

ধর্মের নামে নাগরিকত্ব নয়- কেন্দ্রের নোটিফিকেশন বাতিল চেয়ে সুপ্রিমকোর্টে হীরেন গোঁহাইরা

নাগরিকত্ব বিল নিয়েই প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম,

যত বিরোধিতা হোক না কেন গৃহীত হবে নাগরিকত্ব সংশোধনী বিল: ধীরেন্দ্রনাথ।। অনুপ্রবেশ রোধে গ্রহণ করা উচিত কার্যকর পদক্ষেপ

এই প্রসঙ্গে আরো দুটি খবর,

  • নাগরিকত্ব বিলের বিরোধিতায় ২৮ ডিসেম্বর যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট বামেদের
  • হিন্দু বাংলাদেশি সুরক্ষায় কেন্দ্রের নোটিফিকেশন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে বিরোধী মঞ্চ- জাতীয় শরণার্থী কমিশন গঠনের দাবি

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • জিএসটি শূন্যে নামিয়ে আনা সম্ভব, দাবি জেটলির
  • সুনামিতে মৃত্যু বেড়ে ২৮১
  • তৃতীয় ফ্রন্ট গড়তে মরিয়া কেসিআর, মিললেন মমতার সঙ্গে
  • দল বিরোধী কাজ, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রাহুলের

প্রখ্যাত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

“জাগো দুর্গা’-র কিংবদন্তি সংগীতশিল্পী দ্বিজেন প্রয়াত

সপ্তম পৃষ্ঠায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

২২ মাস থেকে বেতন নেই, আত্মহত্যার চেষ্টা ঋণগ্রস্ত কাগজ কল কর্মচারীর

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,

কেবল ভালোবাসাই পারে

প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

খাদ্য বিষিয়ে তোলার মূলে রাসায়নিক সার ও কীটনাশক

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

ঘুসপেটিয়া

এবং

কপ তো নয় ঢপের চপ

খেলার পাতায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের ওয়ানডে দল ঘোষণা নিয়ে যুগশঙ্খ লিখেছে,

বিশ্বকাপের ড‍্যামি টিম তৈরি করে নিলেন নির্বাচকরা।। ওয়ানডেতে ঢুকলেন কার্তিক-পান্ডিয়া, টি-টোয়েন্টিতে ফিরলেন ধোনী

সাময়িকের দুটো খবর,

  • কাছাড় স্পোর্টিংকে নবরূপে গড়ার অঙ্গীকার নয়া কমিটির
  • অসম দাবা সংস্থার উপ-সভাপতি বিবেন্দু

এ ডিভিশন ক্রিকেটের খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

দেবজ্যোতির শতরান, বড় জয় পেল টাউন

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.