Thirteen brutally injured in a road mishap in Udharbond
উধারবন্দের খাসপুর এলাকায় বড়োসড়ো এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তেরো জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনের বেলা। পুলিশ সূত্রে জানা যায়, একটি মাল বোঝাই ম্যাজিক গাড়ি উধারবন্দ থেকে কুম্ভা বাজারে যাওয়ার পথে খাসপুর শিবমন্দিরের কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতরভাবে জখম হন।
স্থানীয় মানুষের তৎপরতায় আহতদের উদ্ধার করে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। এতে মোট তেরোজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন । আহতরা হলেন, সুরজ মালাকার (১৯) , সৌরভ মালাকার (২২), রিলন মালাকার (৫৫) ,অঞ্জু মালাকার (৩৫),অমর মালাকার(৪০), কটো মালাকার(২৬), আবন মালাকার, রুপক মালাকার, জয়ন্ত দাস, বিরেন মালাকার, কাজল মালাকার, রবি মালাকার ও অন্যান্যরা । আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকীদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয় ।
উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে বলা হয়েছে, আহতদের শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হলেও সৌরভ মালাকার ছাড়া বাকিরা অল্পবিস্তর জখম হয়েছেন ।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্দ থানার এএসআই গিয়াস উদ্দিন সহ পুলিশের একটি দল । তারা দুর্ঘটনাগ্ৰস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে গাড়ির চালক পলাতক বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
Comments are closed.