Beekshan Cine Commune’s film festival starts from 2nd January 2019. This year's attraction is 21 films in 16 languages from 13 countries.
টানা দুই দশক ধরে শিলচরে চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে বীক্ষণ সিনে কমিউন। এবার ২১তম আসরে ১৩ টি দেশের ১৬ টি ভাষায় ২১টি চলচ্চিত্র প্রদর্শন করবে তারা। ২ থেকে ৫ জানুয়ারি গান্ধী ভবনে টানা পাঁচদিন চলবে চলচ্চিত্র উৎসবটি। তবে এবার আলাদা করে টিকিট বিক্রির ব্যবস্থা না করে আন্তর্জাতিক স্তরে ফিল্ম ফেস্টিভ্যালগুলোর মতই পুরো অনুষ্ঠানের জন্য একটি মাত্র ডেলিগেশন কার্ড থাকছে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে স্পর্শমনি ফাউন্ডেশনের সহায়তায় ক্যুইজ কম্পিটিশন সহ অন্যান্য অনুষ্ঠানও।
বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে বীক্ষণ সিনে কমিউন এর সদস্যরা এবছরের চলচ্চিত্র উৎসবটি নিয়ে বিস্তারিতভাবে জানান। সংগঠনের সদস্য রত্নদ্বীপ দের, কৃশানু ভট্টাচার্য, সুজিত দাস, বিশ্বজিত শীল সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে অংশ নেন।
তারা বলেন, “দুইদশক ধরে শিলচরে চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছি আমরা। অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হলেও নিজেদের আদর্শ থেকে দূরে সরে যায়নি এবং কারো কাছ থেকে সাহায্য নিয়ে এই কাজটি করিনি। হিন্দি বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় সিনেমা দেখানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্তরের সিনেমাও আমরা এখানে দর্শকদের জন্য প্রদর্শন করতে পেরেছি।এসব করতে গিয়ে কখনো পাইরেসির মত মাধ্যমের সাহায্য নেওয়া হয়নি।”
আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা দূর্বা দেব ২রা জানুয়ারি সন্ধ্যায় চলচ্চিত্র উৎসব টির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিন অতনু ঘোষ পরিচালিত বাংলা ছবি ‘ময়ূরাক্ষী’ দেখানো হবে তারপরেই পোল্যান্ডের ছবি ‘আফটার মেরেজ’ দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হবে। প্রথম এবং শেষ দিন ছাড়া তিনদিনে পাঁচটি করে সিনেমা দেখানো হবে। সকাল ১১ টা, দুপুর ১টা, বিকেল ৩টে, সন্ধ্যা সাড়ে পাঁচটা এবং রাত ৮টা, এই পাঁচটি সময়ে সিনেমা দেখানো হবে। শেষের দিন অর্থাৎ ৫ই জানুয়ারি চারটি সিনেমা দেখানো হবে। চলচ্চিত্র উৎসবের শেষের দিন সন্ধ্যায় অয়িঋদ্ধি স্পর্শমনি ফাউন্ডেশনের সহযোগিতায় সিনেমা ভিত্তিক ক্যুইজ কম্পিটিশন আয়োজন করা হবে। প্রয়াত অধ্যাপিকা অয়িঋদ্ধি ভট্টাচার্যের স্মৃতিতে প্রত্যেক বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারের আসরে জার্মান, চিলি, স্পেনিশ, পোলিস, ইটালিয়ান, ফরাসি, মালি ইত্যাদি বিদেশি ভাষার ছবিসহ বাংলা, হিন্দি, মারাঠি ইত্যাদি ভারতীয় ভাষার সিনেমাও দেখানো হবে। চলচ্চিত্র উৎসবের ডেলিগেশন কার্ড আবাহন এবং বাতায়ন সহ ‘বীক্ষণ সিনে কমিউন’র কার্যালয়ে পাওয়া যাবে।
Comments are closed.