Admission problem in Jankibazar : Guardian-Students warn Hunger Strike
উত্তর হাইলাকান্দির সরকারি স্কুলে ছাত্র ছাত্রীদের আসন বৃদ্ধির দাবিতে আমরন অনশন-ধর্মঘটের হুংকার দিল বরাক ভ্যালি সুরক্ষা সংস্থা নামের একটি সংগঠন।। বুধবার জানকিবাজারের ইন্দিরা গান্ধী এল পি স্কুলে মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানকি বাজার হাইস্কুল, এম ই স্কুল, এবং সিনিয়র বেসিক স্কুলে ছাত্র ভর্তি সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।। সভায় এলাকার শতাধিক অভিভাবক সহ ছাত্র ছাত্রীরা অংশ নেয় । সুরক্ষা সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, বর্তমান শিক্ষাবর্ষে উত্তর হাইলাকান্দির অধিকাংশ স্কুলে ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে না।। এনিয়ে জেলা প্রশাসন সহ শিক্ষা বিভাগের আধিকারিকদের কাছে নালিশ জানিয়েও কোন ফল হয় নি। এমনকি উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত পড়ুয়া সহ অভিভাবকরা গত শনিবার জানকিবাজারে সড়ক অবরোধ করলে স্থানীয় বিধায়ক দুদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আজ পর্যন্ত সমস্যার কোন সুরাহা হয় নি।
এদিনের সভায় দীর্ঘ আলোচনার পর আগামী ১১ জানুয়ারি শুক্রবার সকাল দশটা থেকে বাজারে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত
নেওয়া হয়। অনশন ধর্মঘটে ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ গ্রহন করবেন বলেও সভায় জানানো হয়।
জানকি বাজার এলাকার প্রধান তিনটি স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক নিযুক্তি, অবিলম্বে শিক্ষকের অভাব জনিত সমস্যার সমাধান, অতিরিক্ত ক্লাস রুম নির্মাণ করে ছাত্র ছাত্রীদের ভর্তি সমস্যার সমাধানের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান মুজিবুর রহমান।। তিনি অভিযোগ করে বলেন, উত্তরকাঞ্চনপুর জিপির বিভিন্ন এলপি এবং এমই স্কুল থেকে ছাত্র ছাত্রী জানকি বাজার হাইস্কুল, এম ই স্কুল, এবং সিনিয়র বেসিক স্কুলে ভর্তি হতে চাইলে স্কুল কতৃপক্ষ স্কুলের বিভিন্ন সমস্যার অজুহাত খাড়া করে পড়ুয়াদের এডমিশন দিচ্ছেন না।
বরাক ভ্যালি সুরক্ষা সংস্থার এই আন্দোলনের প্রতি এয়ার ইন্ডিয়া ক্লাব এবং অমরজ্যোতি ক্লাব, ছাত্র যুব সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতি সমর্থন জানিয়েছে বলে জানানো হয়েছে।।।
Comments are closed.