Opinion Movers expresses concern over provocative statement
বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার কতিপয় উগ্র জাতীয়তাবাদী নেতার উস্কানিমূলক মন্তব্যে সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ওপিনিয়ন মুভার্স। অপিনিয়ন মুভার্সের গ্রুপ এডমিন দীপক সেনগুপ্ত এক প্রেস বিবৃতির মাধ্যমে এ কথাগুলো উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করে অপিনিয়ন মুভার্স।
এই অবস্থায় মুভার্সের পক্ষ থেকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে, আসামের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সব ভারতীয়ের ভর্তি হওয়া কিংবা পড়াশোনা চালিয়ে যাওয়ার বৈধ অধিকার রয়েছে। এই অধিকার নিঃসন্দেহে জাতি-ধর্ম ভাষা নির্বিশেষে সবারই রয়েছে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, কোন ভারতীয়কে যেন এই অধিকার থেকে বঞ্চিত না করা হয়। এ ধরনের যাবতীয় হীন প্রয়াসকে মুভার্সের পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা জানানো হয়।
এখানে উল্লেখ করা যেতে পারে, আসাম বিশ্ববিদ্যালয়ে একটি ভাষিক এবং একটি ধর্মীয় জনগোষ্ঠীর ছাত্রদেরকে ভর্তি না করতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। তার বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র তথা বরাক উপত্যকায়। বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য তুলে ধরায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে হাইলাকান্দিতে তার বিরুদ্ধে একটা প্রাথমিকে এজাহারও জমা পড়েছে।
Comments are closed.