Magic truck hits three persons in Hailakandi
হাইলাকান্দির লালা থানাধীন কৃষ্ণপুর এলাকায় পুলিশি অভিযানে এক মামলার আসামিকে গ্রেফতার করে নিয়ে আসার দৃশ্য দেখতে ভিড় করা জনতার উপর দ্রুতগামী এক ম্যাজিক ট্রাকের ধাক্কায় কম করেও তিন ব্যাক্তি জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠে কৃষ্ণপুর বাজার এলাকা।
এদিন ম্যাজিক ট্রাকের ধাক্কায় জয়কৃষ্ণপুর গ্রামের মুজিবুর শেখ(২৫),একরাম আলি শেখ (২৪) ও আব্দুল্লা শেখ (৩৫) গুরুতর জখম হয়েছেন । দুর্ঘটনার পর স্থানীয় নাগরিকরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে লালা প্রাথমিক স্বাস্থকেন্দ্রে প্রেরণ করেন। আহতদের মধ্যে মুজিবুর রহমান শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এদিকে দূর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন।। যদিও লালা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। লালা পুলিশ দুর্ঘটনাকারী ম্যাজিক ট্রাক জব্দ করে সহ চালক নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করে লালা থানায় নিয়ে আসে। জানা গেছে এদিন, লালা পুলিশ কোন এক মামলার আসামিকে ধরতে জয়কৃষ্ণপুর বাজারে যায়। আসামিকে ধরে নিয়ে আসার সময় জাতীয় সড়কে জনতার প্রচুর ভিড় জমে ওঠে। আর ওই সময় কাটলিছড়া থেকে দ্রুত গতিতে একটি ম্যাজিক ট্রাক এসে সজোরে ধাক্কা দিয়ে তাদের ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে জনতার সহযোগিতায় পুলিশ চালক সহ ম্যাজিক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে।
Comments are closed.