T- 20 Match starts at Silchar from 30th January
বরাক চ্যাম্পিয়নস লিগ-সিজন ২ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৩০শে জানুয়ারি থেকে; এতে বরাক উপত্যকার ক্রিকেটারসহ আইপিএলের তারকা ক্রিকেটাররাও অংশগ্রহণ করছেন।
এই ক্রিকেট চাম্পিয়নশিপয়ের আয়োজক হচ্ছেন ফ্রেন্ডস অফ দ্যা আর্থ নামক এক বেসরকারি সংস্থা। শিলচর, হাইলাকান্দি, সোনাই উদারবন্দ, লক্ষীপুর প্রভৃতি বিভিন্ন স্থান থেকে দল যোগদান করবে।
“আইপিএল ধাঁচের এই ম্যাচ গুলোতে চিয়ারলিডারও থাকবে, সাথে আরো অনেক কিছু দেখতে পাবেন শিলচরের ক্রীড়ামোদীরা।” জানালেন সংস্থার সাধারণ সম্পাদক মাসুম আহমেদ লস্কর।
সাদা বল নিয়ে দিনে দুটো করে ম্যাচ হবে- সকাল নটায় একটা হবে এবং দুপুর সাড়ে বারোটা নাগাদ আরেকটা ম্যাচ হবে; পোশাক হবে রঙিন। আসাম ক্রিকেট সংস্থার ক্রিকেট সম্বন্ধীয় নিয়মকানুন মেনেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বরাক উপত্যকার উঠতি ক্রিকেটাররা যখন তারকা ক্রিকেটারদের সাথে খেলবে তখন তাদের খেলার মানেরও অনেক উন্নতি ঘটবে, এমন টাই আশা করছেন উদ্যোক্তারা।
Comments are closed.