Also read in

25 Pairs tie their knot in the Mass Marriage function organized by Lions Club of Silchar

শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গনে লায়ন্স ক্লাব আয়োজিত গণবিবাহে সানাই বাজিয়ে বিয়ে হল কাছাড়ের ২৫ জোড়া পাত্রপাত্রীর। নব দম্পতিদের বেশিরভাগই চা বাগান অঞ্চলের। রয়েছেন দু তিন জোড়া বাঙালিও। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের এই গণ বিবাহের আয়োজনে এ বার ১৫ বছরে পা পড়েছে। মানুষের অংশগ্রহণে এই গণবিবাহ সত্যিই উৎসবে পরিনত হয়েছে।

রবিবার সকালে নর্মাল স্কুল প্রাঙ্গণে চার চারটি কুঞ্জে শুরু হয় বিয়ে। পুরোপুরি শাস্ত্রীয় রীতি মেনে অগ্নি স্বাক্ষী করে চার হাত এক করে দেওয়া হয় ২৫ জোড়ার। এতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, শিলচরের সাংসদ সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল, বিজেপি নেতা ডাঃ রাজদীপ রায় সহ অনেকে। সামিল হন রোটারি ক্লাবের সদস্যরা।

দিনভর শহরের বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনে মুখরিত হয়ে উঠে বিয়েবাড়ি। ধামাইল নাচে কোমর দোলান লায়নেস সদস্যরা। সবশেষে নবদম্পতিদের সংশাপত্র তুলে দেন গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অমরনাথ খান্ডেলওয়াল সহ অন্য সদস্য ও পদাধিকারীরা। বিয়ের সামগ্রী সহ নবদম্পতিদের নগদ ৫ হাজার টাকা করে উপহার দেওয়া হয়।

Comments are closed.