Also read in

Former MLA Deepak Bhattacharjee is no more; Hailakandi mourns

হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক এবং প্রবীন বামপন্থী নেতা কমরেড দীপক ভট্টাচার্যের প্রয়ানে শোকস্তব্ধ হাইলাকান্দি। জেলা উপায়ুক্ত জল্লি কীর্তি থেকে শুরু করে জেলার বিভিন্ন দল, সংগঠন দীপক ভট্টাচার্যর প্রয়ানে শোক ব্যাক্ত করেছেন।।। মঙ্গলবার ভোরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিধায়ক এবং বামপন্থী নেতা দীপক ভট্টাচার্য। এদিন দুপুরে প্রয়াত বিধায়কের পত্নী অনিমা বৈদ্য ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় কর্মীরা তার মরদেহ নিয়ে জন্মস্থান হাইলাকান্দিতে এলে জাতিধর্মবর্ণ নির্বিশেষে শোকার্ত মানুষের ঢল নামে তার বাড়িতে, পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান অগনিত লোক। হাইলাকান্দির উপায়ুক্ত জল্লি কীর্তি দীপক ভট্টাচার্যর প্রয়ানে গভীর শোক ব্যাক্ত করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।


এদিন দীপক ভট্টাচার্যের মরদেহ তার হাইলাকান্দির কাছারি রোডস্থিত পৈতৃক বাড়িতে নিয়ে আসা হলে প্রাক্তনমন্ত্রী গৌতম রায়, অসম গণপরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সাধারন সম্পাদক কমরুল ইসলাম বড়ভুইয়া, জেলা বিজেপির সহসভাপতি হিরকজ্যোতী চক্রবর্তী, জেলাবিজেপির সাধারন সম্পাদক সন্দিপন পাল, এস ইউ সি আই-র সুশীল পাল, সমাজসেবী নারায়ন দেবনাথ, জেলাকংগ্রেসের সভাপতি জয়নাল উদ্দিন লস্কর, সুকোমল পাল, হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শৈবাল সেনগুপ্ত, সি পি আই এম-র জেলা কমিটির সম্পাদক অধীর নাথ, লোকাল কমিটির সম্পাদক সুনির্মল দাশ, বুরহান উদ্দিন , সি পি আই-র আবুল কালাম চৌধুরী, এন সি পি-র সম্পাদক নীলাদ্রি দাস, সি আই টি ইউ নেতা আলাউদ্দিন মজুমদার, নির্মান শ্রমিক সংস্থার পক্ষে হিমাংশু দাস, কৃষক সভার পক্ষে কুমুদ দাস , রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষে প্রদীপ দেব , প্রয়াত দীপক ভট্টাচার্যের বাল্যবন্ধু কবি হরনাথ চক্রবর্তী, হাইলাকান্দি জেলা রেডক্রস সোসাইটির কোষাধ্যক্ষ সামস উদ্দিন বড়লস্কর, জেলা কংগ্রেসের সহসভাপতি ইশাক আলি বড়ভুইউয়া সহ প্রয়াত সিপিএম নেতা আব্দুল হক লস্করের পরিবারের সদস্যরা মরদেহে পুশার্ঘ নিবেদন করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় সি পি আই এম-র হাইলাকান্দি জেলা কার্যালয়ে । এখানে দলীয় কর্মীরা তাকে ফুলের মালা, চোখের জল আর লাল সেলামে শেষ বিদায় জানান।এরপর মরদেহ নিয়ে হাইলাকান্দি শহরে এক শোক মিছিল বের করা হয়। এতে শহরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে বামপন্থী আন্দোলনের অন্যতম এই নেতাকে শ্রদ্ধা জানান। লাল পতাকা বেষ্টিত শববাহী গাড়ি শহরের প্রধান প্রধান রাস্তা দিয়ে পরিক্রমা করার সময় ‘’দীপক ভট্টাচার্য অমর রহে, অমর রহে’’ স্লোগানে মুখরিত হতে থাকে মিছিল। একে একে শোক মিছিলে পা মেলান শহরের অসংখ্য মানুষ । শোকমিছিল শেষে প্রয়াত নেতার মরদেহ শিলচরে নিয়ে যাওয়া হয়। মরদেহ নিয়ে শববাহী গাড়ি হাইলাকান্দি ছাড়ার আগে লাল সেলামে তাকে বিদায় জানান দলীয় কর্মীরা।

Comments are closed.