সুপ্রভাত, আজ বুধবার, ১৫ই মাঘ,১৪২৫ বঙ্গাব্দ ; ৩০শে জানুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ । আজ মহাত্মা গান্ধীর মৃত্যু দিন।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
নাগরিকত্ব বিল নিয়ে রাজ্যের বিরোধী দলগুলোর এককাট্টা হওয়ার খবরে যুগশঙ্খের মূল শিরোনাম,
নেডায় ধোঁয়াশা ছড়িয়ে বিল বিরোধিতায় একমঞ্চে শরিকরা
প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে লিখেছে,
অযোধ্যায় জমি ফেরাতে কেন্দ্রের আর্জি সুপ্রিম কোর্টে
সাথে বক্স করে আছে,
২৪ ঘন্টায় রাম জন্মভূমি সমস্যার সমাধান করব হুংকার যোগীর
যুগশঙ্খ জানাচ্ছে,
অযোধ্যায় জমি ফেরানোর উদ্যোগ কেন্দ্রের, আবেদন সুপ্রিম কোর্টে
সর্বোচ্চ আদালতের নির্দেশ নিয়ে সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
ডি ভোটার মামলা এবার নিজের জেলায়, নির্দেশ সুপ্রিম কোর্টের
সাংসদ সুস্মিতা দেবকে উদ্ধৃত করে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,
কাগজ কল বিক্রি প্রক্রিয়ায় রাফালের মতো বড় কেলেঙ্কারি বিজেপির: সুস্মিতা
এই প্রসঙ্গে সুস্মিতা দেবকে উদ্ধৃত করে সাময়িক জানাচ্ছে,
জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে কাগজ কল, মোদির আরেক রাফায়েল: সুস্মিতা
প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’ নিয়ে যুগশঙ্খের অ্যাংকর প্রতিবেদন,
অধরা স্বপ্ন সন্তানের ওপর চাপাবেন না, বাবা-মাকে মোদি
আরেকটি চাঞ্চল্যকর খবরে যুগশঙ্খ জানাচ্ছে,
কাটিগড়ায় এবার উদ্ধার জোড়া লাশ, প্রশ্নের মুখে পুলিশ
সাময়িক জানাচ্ছে,
ছদিনের মাথায় ফের জোড়া লাশ উদ্ধার, আতঙ্ক কাটিগড়ায়
গতকাল সকালে প্রাক্তন বিধায়ক তথা বামপন্থী নেতা দীপক ভট্টাচার্যের প্রয়াণ হয়, এই খবর আজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
সুপার অ্যাঙ্করে করে সাময়িক লিখেছে,
নিভলো দীপক ,চলে গেলেন বরাক রাজনীতির ভদ্রলোক
প্রান্তজ্যোতির শিরোনাম
ইন্দ্রপতন! সিপিএম নেতা দীপক ভট্টাচার্য প্রয়াত
এই প্রসঙ্গে যুগশঙ্খের শিরোনাম,
অজাতশত্রু দীপক ভট্টাচার্য প্রয়াত, লাল সেলামে শেষ বিদায়
প্রথম পাতায় যুগশঙ্খ এর আরও কয়েকটি খবর,
- স্বশাসিত পরিষদ নির্বাচনে জয়: অসমবাসীকে কৃতজ্ঞতা মোদির
- বিল রাজনীতি – জ্বলছে উত্তরপূর্ব – ঘুমিয়ে মোদি: প্রিয়াঙ্কা
- সস্তার রাজনীতি করছে কংগ্রেস- বামেরা: সর্বানন্দ
- শিলচর, নগাও, মঙ্গলদৈ,কলিয়াবরে প্রার্থী দেবে ইউ ডি এফ
- বিত্তবানদের আরও ধনী বানাতে মগ্ন মোদি: রাহুল
প্রান্তজ্যোতি ছবি সহ অন্য এক খবরে জানাচ্ছে,
আদালতের নির্দেশ লংঘন করেছে সরকার, গোয়ালপাড়া ক্যাম্প পরিদর্শন করলেন কমলাক্ষ
সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,
ডিটেনশন ক্যাম্প নিয়ে নির্লজ্জ নীরবতা
প্রান্তজ্যোতির সম্পাদকীয়,
গান্ধীজি ও তার দর্শনের চিন্তা চলছে বিশ্ব জুড়ে
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
ভারতে গরিবি কমছে বিশ্বব্যাংকের রিপোর্টে ইঙ্গিত
এবং
পাখি সব আজ নীরব
খেলার পাতায় আজ যুগশঙ্খ জানাচ্ছে,
ইস্টার্ন ক্রনিকল ট্রফি: আইরংমারায় ভলিবলে সেরা ধোয়ারবন্দ
অন্য খবর,
- ৫ ফেব্রুয়ারি থেকে বকসের মিডিয়া ক্রিকেট
- টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়া সূচি ঘোষিত
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.