Silver Jubilee celebration of Silchar College of Education
যাত্রা শুরুর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বরাকের প্রথম বিএড শিক্ষা প্রতিষ্ঠান নাগাটিলায় অবস্থিত শিলচর কলেজ অব এডুকেশন। রবিবার শহরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ খবর জানিয়ে দেন কলেজের প্রতিষ্ঠাতা তথা পরিচালন সমিতির সভাপতি ড. কমলেন্দু ভট্টাচার্য সহ অন্যরা। ড. কমলেন্দু ভট্টাচার্য বলেন, বেসরকারি ক্ষেত্রে শিলচর কলেজ অব এডুকেশন বরাক উপত্যকার প্রথম বিএড কলেজ। এর যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৪ সালের ১৫ আগস্ট তারিখে। তখন কলেজ প্রতিষ্ঠায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোযমোহন দেব।
কলেজ পরিচালন সমিতির সম্পাদক অমিত চক্রবর্তী বলেন কলেজের রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে ১৫ আগস্ট ২০১৮য় আলোচনা সভার মাধ্যমে। আগামী ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭ টায় হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। নাগাটিলা বিএড কলেজ থেকে রাঙ্গিরখাড়ি নেতাজি মূ্র্তি পর্যন্ত। এরপর ৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১ টা থেকে আয়োজিত হবে রক্তদান শিবির। তিনি আরও জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে কলেজের বর্তমান, প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমন্ত্রিত হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পী প্রদীপ মল্লিক। কলেজের অধ্যক্ষ ড. মৌমিতা পাল বলেন, ২০১৯ এর ১৫ আগস্ট স্মরণিকা প্রকাশের মাধ্যমে রজতজয়ন্তী উৎসবের সমাপ্তি হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক শতদল ভট্টাচার্য ও ইন্দ্রানী ভট্টাচার্য।
Comments are closed.