Higher Secondary examination starting from Tuesday in the state, there are 19592 examinees in Barak.
মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালন সংস্থা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ (এএইচএসইসি) এর তথ্য অনুযায়ী ২০১৯ এর এই উচ্চমাধ্যমিকে বরাক উপত্যকা থেকে পরীক্ষায় বসছেন মোট ১৯৫৭২ জন পরীক্ষার্থী।
আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব কমলজ্যোতি গগৈ জানান, এ বছর বরাকের কাছাড় জেলা থেকে ৯৯১০, করিমগঞ্জে ৫৮৯৭ এবং হাইলাকান্দি জেলা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৩৭৬৫ জন। তাঁর কথায়, বরাক উপত্যকায় পরীক্ষা হবে মোট ৫৯ টি পরীক্ষা কেন্দ্রে। এরমধ্যে কাছাড়ে ২৮ টি, করিমগঞ্জে ২০ টি এবং হাইলাকান্দিতে ১১ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
এক প্রশ্নের উত্তরে সংসদ সচিব কমলজ্যোতি গগৈ বলেছেন, বরাক উপত্যকায় এখনও পর্যন্ত কোনও স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র নেই। তবে কমলজ্যোতি গগৈ এভাবে বললেও বিশেষ সূত্রের খবর হল, কাছাড় জেলায় বাঁশকান্দি নেনামিয়া এইচএস স্কুল, বড়যাত্রাপুরের সিরাজুল আলি এইচএস স্কুল এবং বড়খলার রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল এইচএস স্কুলের ওপর থাকবে প্রশাসনের কড়া নজর। বিশেষ ভাবে যে স্কুলগুলোতে প্রতিবছরই পরীক্ষা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক(শিক্ষা) রণদীপকুমার দাম জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রগুলির দু তিনটি একসঙ্গে মিলিয়ে একজন করে জেলা ম্যাজিস্ট্রেটও থাকবেন তদারকির জন্য। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে নিরাপত্তা রক্ষীও। মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হবে ইংরেজি পরীক্ষা।
Comments are closed.