Also read in

Militant attack: The Pakistani flag burnt in Hailakandi.

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় ৪৪ সি আর পি এফ জওয়ানের হত্যার প্রতিবাদ ও নিন্দায় মুখর হল হাইলাকান্দি ।। শুক্রবার জেলা সদর হাইলাকান্দি সহ লালা,কাটলিছড়ায় বিভিন্ন রাজনৈতিক দল, সংস্থা, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারত সরকারের কাছে দাবি জানানো হয়।

এদিন হাইলাকান্দি জেলা সদরে ভারতীয় জনতা পার্টি, বজরং, এবিভিপি, হিন্দু জাগরণ মঞ্চ, রোটারি ক্লাব, কংগ্রেস দল সহ বিভিন্ন সংস্থা, সংগঠনের পক্ষ থেকে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে মৌন মিছিল বের করা হয়। শহিদ স্মারক স্থল সহ বিভিন্ন কার্যালয়ে মোমবাতি জ্বালিয়েও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। নিন্দায় মুখর হন বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিরা।।। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আওয়াজ উঠে প্রতিটি প্রতিবাদী সভায়।।। হিন্দু জাগরণ মঞ্চের হাইলাকান্দি জেলা সমিতির পক্ষে সুদীপ দেবরায়, উত্তম মালাকারের নেতৃত্বে এদিন জেলা সদরে মিছিল বের করা হয় ।। শেষে পাকিস্তানি পতাকা জ্বালানো হয়।।

এদিকে লালা শহরে হিন্দু জাগরণ মঞ্চের লালা প্রখন্ড সমিতির উদ্দ্যোগে এক মৌন মিছিল বের করা হয়।। হিন্দু জাগরণ মঞ্চের হাইলাকান্দি জেলা সভাপতি প্রানতোষ নাথ, রনজয় নাথ, তপন নাথের নেতৃত্বে জাগরণ মঞ্চ সহ এবিভিপির লালা ইউনিটের সদস্যরা এদিন সন্ধ্যায় মিছিল করে লালা চৌমাথায় জড়ো হয়ে সি আর পি এফ কনভয়ে আত্মঘাতী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানি পতাকা দাহ করেন।। এদিকে লালা পুরসভার আহ্বানে সাড়া দিয়ে লালা শহরের প্রতিটি দোকান, ব্যাবসায়ী প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শহিদ ফৌজিদের শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হয়। লালা পুরসভা কার্যালয় প্রাঙ্গনে এদিন সন্ধ্যায় ৪৪ টি মোমবাতি জ্বালিয়ে শহিদ স্মৃতি তর্পন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াত শহিদ জওয়ানদের আত্মার সদগতি কামনা করা হয়। পুরসদস্য সমরেন্দ্র রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় সি আর পি এফ কনভয়ে হামলা ও ৪৪ ফৌজিকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দার পাশাপাশি পাকিস্তানকে পাল্টা উপযুক্ত জবাব দিতে ভারত সরকারের কাছে আর্জি জানিয়ে অন্যদের মধ্যে বিজেপি নেতা গোবিন্দ লাল চ্যাটার্জি, নুরুল হোসেন মজুমদার, অমিতাভ সাহা, সঞ্জিত ঘোষ, শুভংকর সিংহ, সানাতম্বা সিংহ প্রমুখ বক্তব্য রাখেন ।

এদিন লালা মন্ডল বিজেপি কার্যালয়েও প্রদীপ প্রজ্বলন করে শহিদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। কাটলিছড়ায় এদিন বিভিন্ন সংস্থা, সংগঠন, সুশীল সমাজের উদ্দ্যোগে এক প্রতিবাদী মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কাটলিছড়ার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে বাসস্ট্যান্ডের নেতাজি মূর্তি প্রাঙ্গনে জমায়েত হয়। সেখানে পুলওয়ামায় সি আর পি এফ কনভয়ে হামলা ও ৪৪ জওয়ানকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। সুশীল সমাজের পক্ষ থেকে এদিন দীপক কান্তি আইচ, তাপস পাল, দীব্যেন্দু গোস্বামী, রাহুল সূত্রধর, প্রসাদ দেব, ইন্দ্রনীল চক্রবর্তী, প্রমুখ অংশ নিয়ে নিন্দায় মুখর হন। এদিন প্রতিবাদী সভার পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জোরদার দাবি জানানো হয়।৷ সভায় এক মিনিট নীরবতা পালন করে শহিদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন ক্যন্ডেল মিছিলে কাটলিছড়ার বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ভারত সরকারের কাছে দাবি জানানো হয়।কাটলিছড়াতেও এদিন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পাকিস্তানি পতাকা দাহ করেন।।

Comments are closed.