Also read in

Today’s Headlines: Sushmita is unanimous candidate in Silchar, proposed district congress

সুপ্রভাত, আজ বুধবার, ৭ই ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ২০শে ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

পুলওয়ামা জঙ্গি আক্রমণ নিয়ে বিভিন্ন খবর আজ ও স্থানীয় পত্রিকা গুলোতে গুরুত্ব পেয়েছে।

সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

ইমরানের উস্কানির বার্তায় সীমান্তে ব্যাপক গোলাগুলি- পাক হামলার কড়া জবাব ভারতের।। ফের হামলার হুমকি দিয়ে ভিডিও ছড়াল জৈশ জঙ্গিরা

সাথে আছে,

পাল্টা জবাব দেবে পাকিস্তান, হুমকি ইমরানের।। প্রধানমন্ত্রীর ‘সাফাই’ প্রত্যাশিত: বিদেশমন্ত্রক

প্রাসঙ্গিক আরেকটি খবর,

  • প্রটোকল ভেঙ্গে বিমানবন্দরেই সৌদি যুবরাজকে অভ্যর্থনা মোদির
  • পুলওয়ামা কান্ড ঘিরে ফেসবুকে অবাঞ্ছিত মন্তব্য, রাজ্যে গ্রেফতার ৬।। দেশদ্রোহীদের রেয়াত করা হবে না, হুমকি হিমন্তর

প্রান্তজ্যোতির লিড নিউজ,

সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতকে নিঃশর্ত সহযোগিতায় ইজরায়েল

সাথে আছে,

  • ভারতের প্রত্যাখ্যানের ভয়ে রাষ্ট্রসঙ্ঘের স্মরণে ইসলামাবাদ
  • পুলওয়ামা কাণ্ডে বরাতজোরে বাঁচলেন শিলচরের বাবলু

প্রান্তজ্যোতি প্রথম পাতায় একেবারে উপরে গুরুত্ব সহকারে জানাচ্ছে,

তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স জারির পথে কেন্দ্র, নেই নাগরিকত্ব বিল।। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ালো তিন শতাংশ

পাক প্রধানমন্ত্রী কে উদ্ধৃত করে যুগশঙ্খের শিরোনাম,

ভারত হামলা চালালে যোগ্য জবাব দেবো: ইমরান ।। ভোটের সঙ্গে পুলওয়ামা হামলা জড়ানোয় পাক প্রধানমন্ত্রীর নিন্দা দিল্লির।। অস্ত্র হাতে নিলেই গুলি, হুঁশিয়ারি সেনার

দৈনিক যুগশঙ্খের সুপার অ‍্যাঙ্কর নিউজ,

খসড়া ছুট ৪০ লক্ষ লোককে বিদেশি সাজানো হচ্ছে! আসাম সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, ডিটেনশন ক্যাম্পে বন্দীদের দেখাশোনা করবে শীর্ষ আদালত

অ্যাঙ্কর প্রতিবেদনে প্রান্তজ্যোতি লিখেছে,

ট্রাইব্যুনালের রায়ে বিদেশি সিরাজুলকে ভারতীয় নাগরিকত্ব দিল সুপ্রিম কোর্ট

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • বরফ গলছে! ফের মিত্রতায় অগপ- বিজেপি
  • রাজ্যে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা, উদ্বেগ বিধানসভায়
  • লোকসভা নির্বাচনে ইউডিএফের সঙ্গে আঁতাত নয় :তরুণ গগৈ

সাময়িক প্রসঙ্গের অন্য একটি গুরুত্বপূর্ণ খবর,

  • শিলচরের সুস্মিতাই সর্বসম্মত প্রার্থী, প্রস্তাব জেলা কংগ্রেসের
  • করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থী তালিকায় ললিত, সুরুচি সহ ১১

এনআরসি নিয়ে সুপ্রিম কোর্ট কর্তৃক রাজ্য সরকারকে ভর্ৎসনার খবরে সাময়িক জানাচ্ছে,

দীর্ঘ ১০ বছর ধরে মানুষকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার যুক্তি কি, জানতে চাইলেন গগৈ ।। এনআরসি নিয়ে সুপ্রিম তোপে অসম

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • মহাজোটে বড় ধাক্কা, শিবসেনার পর বিজেপির সঙ্গে হাত মেলালো এডিএমকে
  • ওয়াটার ওয়ার্কস রোডে যুবকের মৃতদেহ উদ্ধার, খুন ?
  • ব্যাঙ্গালুরুতে মহড়ার সময় ভেঙে পড়ল দুটি এয়ারক্রাফট, এক পাইলট নিহত

ভেতরের পাতায় সাময়িকের খবর,

  • রংপুরে গৃহবধূর মৃত্যু, ধৃত স্বামী
  • ‘ইসলাম মুর্দাবাদ’ স্লোগানদাতাদের গ্রেফতার দাবি- পিএফআই নিষিদ্ধ নয়, দাবি হাইলাকান্দির কর্মকর্তাদের
  • আজ থেকে নেতাজি মেলা করিমগঞ্জে
  • চলে গেলেন গায়ক প্রতীক চৌধুরি
  • পালংঘাটের পুনিরমুখে জলাশয় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

দেশপ্রেম নিয়ে রাজনীতি

সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,

মোকাবিলায় সরকার

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

শিবসেনা বিজেপি জোট

এবং

উত্তর পূর্বাঞ্চলের জন্য আলাদা টাইম জোন জরুরী

খেলার পাতায় সাময়িক জানাচ্ছে,

ঘোষিত হল আইপিএলের আংশিক সূচি, শুরু কোহলি বনাম ধোনি ম্যাচ দিয়ে

হরভজন সিংকে উদ্ধৃত করে আরেকটি খবর,

পাক ম্যাচ না খেলেও ভারত বিশ্বকাপ জিততে পারবে; ভাজ্জি

প্রান্তজ্যোতির খবর,

সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত, কড়া অবস্থান বোর্ডের

অন্য খবর,

আই লিগ :কাশ্মীরেই খেলতে হবে ইস্টবেঙ্গলকে

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.