UDSF General Secretary Sahab Uddin dies in a fatal road accident
আজ ভোর রাতে করিমগঞ্জ জেলার লামাজুয়ার অঞ্চলে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন ইউডিএফএ’র ছাত্র সংস্থা ইউডিএসএফ-এর সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, গুরুতরভাবে আহত হয়েছেন আরো দুজন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোর রাত্র প্রায় পাঁচটা নাগাদ সাহাবুদ্দিন মামুন আহমেদ ও রওশন আহমেদ এই তিনজন ওয়াগনার চেপে শিলং থেকে ফিরছিলেন, তখনো চারিদিকে অন্ধকার। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটা গাছে, তারপর রাস্তার পাশের কালভার্টে প্রচন্ড জোরে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে গাড়ির সামনের দিক বিধ্বস্ত হয়ে যায়।
দুর্ঘটনার শব্দে আশেপাশের জনগন ছুটে এসে তিনজনকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সাহাবুদ্দিনকে নিগ্রীমস হাসপাতালে এবং বাকি দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই সাহাবুদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি নিজেদের হেফাজতে নেয়। সাহাবুদ্দিনের মর্মান্তিক অকাল প্রয়াণে এলাকা জুড়ে তীব্র শোকের ছায়া নেমে আসে। ইউ ডি এফ দলের তরফে বিভিন্ন নেতৃবৃন্দরাও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
Comments are closed.