Also read in

Today’s Headlines: No one can stop the temple of Ram, Maurya in a huge rally in Silchar.

সুপ্রভাত, আজ রবিবার, ১১ই ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ২৪শে ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

চা বাগিচায় বিষাক্ত মদ্যপানে মৃত্যুর খবরকে মুখ্য শিরোনাম করেছে সাময়িক প্রসঙ্গ এবং দৈনিক যুগশঙ্খ।

দৈনিক যুগশঙ্খের শিরোনাম,

বিষ মদ, ১০০ ছাড়ালো মৃতের সংখ্যা

সাময়িকের লিড নিউজ,

মদে মৃত্যু বেড়ে ১৩১ :: জ্বলল গণচিতা :: কাউকে রেয়াত নয়, সর্বা:: পলাতক কারবারিরা:: দু’লক্ষ করে সাহায্য

সাথে আছে খবর,

নেশার তেজ বাড়াতে চোলাই মদে মেশানো হয় ভয়ঙ্কর সব উপকরণ

পুলওয়ামা হামলা প্রসঙ্গে প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম,

কাশ্মীরের জন্য লড়াই, কাশ্মীরিদের বিরুদ্ধে নয় :মোদি ।। গ্রেফতার ইয়াসিন মালিক, উড়িয়ে নিয়ে যাওয়া হল ১০ হাজার সেনা

সাথে আছে,

ক্ষমতায় এলে আধাসেনাকেও শহিদের মর্যাদা দেবে কংগ্রেস: রাহুল

এই প্রসঙ্গে যুগশঙ্খ জানাচ্ছে,

যুদ্ধের দামামা! ১০ হাজার আধা সেনা মোতায়েন সীমান্তে।। ২৭টি গ্রামের মানুষকে নিরাপদ ঠিকানায় সরানো হলো

সাথে বক্স করে আছে,

কান্দাহারের স্মৃতি উস্কে এয়ার ইন্ডিয়াকে হুমকি ফোন- দেশজুড়ে হাই অ্যালার্ট

শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিজেপির শক্তি কেন্দ্র সম্মেলন নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোতে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। সম্মেলনে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে উদ্বৃত করে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

রাম মন্দির কেউ আটকাতে পারবেনা, শিলচরে বিজেপির বিশাল সমাবেশে মৌর্য

প্রান্তজ্যোতির খবর,

মহাজোট ‘বিনা দুলহে কি বারাত’: কেশব মৌর্য- অযোধ্যায় বাবরের নামে একটি ইটও থাকবে না

সাথে প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাসকে উদ্ধৃত করে আছে,

প্রার্থী কে হচ্ছে সেটা ফ্যাক্টর নয়, জনতা ভোট দেবেন মোদীকেই: রঞ্জিত :: জেলা সভাপতিরা প্রার্থী হতে পারবেন না

প্রান্তজ্যোতি অ‍্যাঙ্কর প্রতিবেদনে জানাচ্ছে,

আন্তর্জাতিক মানের প্রেক্ষাগৃহ হবে জেলা গ্রন্থাগার, ২ মার্চ শিলান্যাস

সাময়িক জানাচ্ছে,

বরাক সেতুর উদ্বোধন পিছিয়ে ২ মার্চ, আসছেন সর্বা, হিমন্ত

সাময়িকের আরও কয়েকটি খবর,

  • বেঙ্গালুরু বায়ুসেনা ঘাঁটির কাছে একটা সিগারেটেই পুড়ে ছাই ৩০০ গাড়ি
  • অসম চুক্তির ৬ নং ধারা রূপায়নে শীঘ্রই নয়া কমিটি: শিবরাজ
  • উত্তরপ্রদেশে কার্পেট ফ্যাক্টরিতে বিস্ফোরণ, মৃত ১৩
  • বরাক-সুরমা নাট্য উৎসব স্থগিত
  • সড়ক সংস্কারের দাবিতে হাতে খাতা-কলম পুস্তক নিয়ে জাতীয় সড়ক অবরোধে পড়ুয়ারা

সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,

দ্বিগুণ বৃদ্ধির দিকে সমুদ্রস্তর

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

আসন্ন ভোটে বিকাশই মূল ইস্যু হোক বিজেপির

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

এসপি-বিএসপি জোট

এবং

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সৌদিকে পাশে চাই ভারতের

খেলার পাতায় সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

সরকারি উদ্যোগে শুরু ইটখলা মাঠের সংস্কার- পাঠানো হয়েছে আরও এক কোটি টাকার প্রস্তাব

অন্য খবর,

বিশ্বকাপের চূড়ান্ত মহড়া, টি-টোয়েন্টি দিয়ে আজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ

প্রান্তজ্যোতির খবর,

আজ টাউন ক্লাব ময়দানে মিডিয়া ক্রিকেট

যুগশঙ্খ জানাচ্ছে,

হেরে বিদায় নিল গনসুর, জয় ত্রিবেনীর

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.