Barak-Surma Drama Festival 2019 suspended. What could be the reason, Threat?
বরাক-সুরমা নাট্য উৎসব,২০১৯ উদযাপন সমিতি এক প্রেস বিবৃতি মারফত জানিয়ে দিল নাট্যোৎসব স্থগিতের সিদ্ধান্তের কথা। আগামী ৮, ৯, ১০ মার্চ শিলচরে জেলা গ্রন্থাগার ভবনে এই উৎসব আয়োজন করার কথা ছিল। বিবৃতিতে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে,”সম্প্রতি এই আয়োজনের প্রকাশ্য বিরোধিতা করে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি করা হয়, যার ফলে উদ্বিগ্ন মূল আয়োজক ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি এবং তাদের সহযোগী গনসুর সাংস্কৃতিক সংস্থা, ভাবীকাল, বাংলা ব্যাণ্ড দলছুট ও হাইলাকান্দির বিবর্তন থিয়েটার গ্রুপ”। যেহেতু এই উৎসবে অতিথি হিসেবে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ সহ ভারতের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকেও একটা বড়সড় শিল্পীদল আসার কথা ছিল, তাই সবদিক বিবেচনা করে কোন ঝুঁকি নিতে চাইছেন না আয়োজকরা।
শুক্রবার সংশ্লিষ্ট সবকটি সংগঠন এক জরুরি বৈঠকে বসে এই নাট্য উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তবে এই স্থগিত রাখার পেছনে শুধু এই অপ্রত্যাশিত বিরোধিতা নয়, শিলচর জেলা গ্রন্থাগারের পুনর্নির্মাণের নির্দেশিকার বিষয়টিও রয়েছে। কারণ গ্রন্থাগার প্রেক্ষাগৃহগুলোতে বুকিং করা হলেও তা আদৌ পাওয়া যাবে কিনা সে গ্যারান্টি মার্চের আগে পর্যন্ত পাওয়া সম্ভব হচ্ছিল না। লাইব্রেরি সূত্রে সরকারিভাবেই এই কথা জানানো হয়েছে আয়োজকদের। তাই আপাতত এই উৎসব স্থগিত রেখে সেটা পরবর্তী সময়ে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয় ওই বৈঠকে।
এখানে উল্লেখ্য, উক্ত নাট্যোৎসবে গুণীজন হিসেবে কয়েকজনকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। এই তালিকায় কয়েকজনের নাম বিশেষত বিখ্যাত গায়ক শুভপ্রসাদ নন্দি মজুমদারের নাম থাকা নিয়ে ফেসবুকে প্রকাশ্য বিরোধ চলতে থাকে। উদ্যোক্তারা সম্ভবত এই ব্যাপারটা মাথায় রেখেই এবং সাম্প্রতিক কালে শিলচরের একটি হোটেলে আয়োজিত পশ্চিমবঙ্গের এক কবির অনুষ্ঠান নিয়ে তুলকালাম কাণ্ডের কথা মনে করেই পিছু হটলেন। তবে শিল্প-সংস্কৃতি মহলে এই নিয়ে হতাশার সৃষ্টি হয়েছে।
Comments are closed.