Also read in

Today’s Headlines: Abhinandan free, India proud of him.

সুপ্রভাত, আজ শনিবার, ১৭ই ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ২রা মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে গতকাল পাকিস্থান ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে প্রেরণ করে, এই খবরকে আজ স্থানীয় পত্রিকা গুলো লিড করেছে।

সাময়িক প্রসঙ্গের ৮ কলাম জোড়া শিরোনাম,

মুক্ত অভিনন্দন, গর্বিত ভারত

সাথে আছে বক্স করে,

ওয়াঘা সীমান্তে ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল অভিনন্দনকে

দৈনিক প্রান্তজ্যোতির ও আট কলাম জোড়া শিরোনাম

৬০ ঘণ্টা পর স্বদেশে অভিনন্দন।। ‘তেজপুরের ছোট্ট ছেলেটিই আজ দেশের গর্ব’

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,

অভিনন্দন! ওয়েলকাম ব্যাক

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে দৈনিক যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

মোদি বিরোধিতার নামে ওরা দেশ বিরোধিতা করছে! নাম না করে কংগ্রেস-তৃণমূলকে আক্রমন প্রধানমন্ত্রীর

আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন বরাক সেতু সহ ৫টি প্রকল্পের শিলান্যাস হচ্ছে, এই খবরকে দ্বিতীয় শিরোনাম করে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

শহরে বাইক র্্যালিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী – আজ শিলচরে সর্বা, একসঙ্গে ৫ টি প্রকল্পের শিলান্যাস

অ্যাঙ্কর প্রতিবেদনে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

শীর্ষ আদালতের নির্দেশ মানছে না রাজ্য নির্বাচন দপ্তর: বেছে-বেছে খসড়া ছুট দের নাম কর্তন ভোটার তালিকা থেকে, কেন্দ্র-রাজ্যকে নোটিস সুপ্রিমের

প্রথম পাতায় সাময়িক প্রসঙ্গের আরও কয়েকটি খবর,

  • ফের শিলচরে লুটেরাদের শিকার পুলিশকর্মী, লুট সাড়ে সাত লক্ষ টাকা
  • মুসলিমরা পাকিস্তান পেয়েছে, হিন্দুদের নাগরিকত্বে আপত্তি কেন? হিমন্ত
  • ফের দাম বাড়ল রান্নার গ্যাসের
  • লোকসভা নির্বাচন, নির্ধারিত সময়েই জানাল কমিশন
  • ইসলামিক সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সরব সুষমা

প্রথম পাতায় প্রান্তজ্যোতির অন্যান্য খবর,

  • উনিশ জয়ের বেস ক্যাম্প পূর্ণ নিরাপদ!
  • ফের সংঘর্ষ কাশ্মীরে, নিহত ৫
  • মাসুদ পাকিস্তানেই, স্বীকার ইসলামাবাদের
  • কংগ্রেস সার্জিক্যাল স্ট্রাইকের অনুমতি দেয়নি: মোদি
  • উত্তেজনার মধ্যেও প্রচার প্রিয় প্রধানমন্ত্রী মোদী:রাহুল

ভেতরের পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

  • ষাঁড়ের গুঁতোয় মৃত্যু অবসরপ্রাপ্ত শিক্ষকের
  • পাথারকান্দিতে বিষ মদের ধাক্কা, তীব্র আফগারি অভিযান
  • হলিউড স্পেশালে আজ স্বর্ণালী

ভেতরের পাতায় সাময়িকের কয়েকটি খবর,

  • করিমগঞ্জে উত্তর পত্র নিয়ে গায়েব ছাত্র
  • চা বাগান সর্দারদের মধ্যে মোবাইল সেট বন্টন হাইলাকান্দিতে
  • আমিরে শরিয়তের মাগফিরাত কামনায় আলগাপুরে মোনাজাত ও ইসলামী সম্মেলন কাল।। বদরপুরের শোক সভা আজ

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গের শিরোনাম,

অভিনন্দনকে ফেরানোই সমস্যার অবসান নয়

প্রান্তজ্যেতির সম্পাদকীয়,

বিশ্ব এইডস মুক্ত হোক

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

কূটনৈতিক সাফল্য

এবং

অরণ্যের অধিকার

খেলার পাতায় সাময়িক প্রসঙ্গের খবর,

বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা অব্যাহত থাকবে- আজ ওয়ানডে সিরিজে নামছেন বিরাটরা

প্রান্তজ্যোতির খবর,

অভিনন্দনের প্রত্যাবর্তন কে স্বাগত জানালেন সেওয়াগ

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.