MP Sushmita inaugurated the Mukundas-Kalikaprasad Smriti Manch at Silchar Music School
শিলচর সঙ্গীত বিদ্যালয়ে মুকুন্দদাস-কালিকাপ্রসাদ স্মৃতি মঞ্চ ও প্রেক্ষাগৃহের রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ সুস্মিতা দেব। উল্লেখ্য, তাঁর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে দেওয়া ৬ লক্ষ টাকায় তৈরি হচ্ছে নতুন এই মঞ্চ।
মঞ্চের উদ্বোধন করে সাংসদ সুস্মিতা দেব বলেন, বরাকের সাংস্কৃতিক কিংবদন্তি নৃত্যগুরু মুকুন্দদাস ভট্টাচার্য ও লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য অামাদের গর্ব, অহংকার। এই মঞ্চের মাধ্যমে তাঁদের স্মৃতি উজ্জ্বল হয়ে থাকবে। নৃত্য ও সঙ্গীত জগতে এই দুই ব্যক্তিত্বের অবদান তথা অসামান্য কৃতিত্ব বরাকের গণ্ডি পেরিয়ে দেশ সহ অান্তর্জাতিক ক্ষেত্রে সুনাম কুড়িয়েছে। সাংসদ তহবিলের অর্থে তাঁদের নামে মঞ্চ উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
স্বাগত বক্তব্যে সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা অানন্দময়ী ভট্টাচার্য বলেন, এই সঙ্গীত শিক্ষায়তন গড়ে উঠতে শিলচরের দেব পরিবারের অবদান ভোলার নয়। স্বাধীনতার পরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সতীন্দ্রমোহন দেব সঙ্গীত বিদ্যালয়ের বর্তমান বাড়িটি গানবাজনার চর্চার জন্য দিয়েছিলেন।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি সৌরিন্দ্রকুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে মুকুন্দদাস ও কালিকাপ্রসাদের জীবন ও কৃতীর ওপর বক্তব্য পেশ করেন অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য। ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের সম্পাদক কমলেশ ভট্টাচার্য। সঞ্চালক অমিত সিকিদার বলেন, সাংসদ তহবিল থেকে ৩ লক্ষ করে দুই দফায় ৬ লক্ষ টাকা এসেছে। এই অর্থে এখনও কাজ চলছে। উদ্বোধনের পর ছিল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।
Comments are closed.