Also read in

Husband arrested in Hailakandi for alleged murder of his wife for dowry

হাইলাকান্দির বোয়ালিপারে যৌতুকের বলি হলেন এক গৃহবধূ। নিহত গৃহবধূর ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ স্বামী অরূপ চৌধুরীকে গ্রেফতার করেছে।

জানা গেছে , প্রায় নয় বছর আগে করিমগঞ্জের মুক্তা চৌধুরীর সঙ্গে বিয়ে হয় হাইলাকান্দির বোয়ালিপারের অরূপ চৌধুরীর ।বিয়ের পর তাদের এক কন্যা সন্তান জন্ম হয়। কন্যা সন্তানের জন্মের পর থেকেই যৌতুকের জন্য মুক্তাকে চাপ দিতে থাকে তার শিক্ষক স্বামী অরূপ চৌধুরী । মুক্তার ভাই অমিত কুমার দেব হাইলাকান্দি পুলিশের কাছে লিখিতভাবে এ অভিযোগ জানিয়েছেন ।

মুক্তার পারিবারিক সূত্রে বলা হয়েছে, ইতিপূর্বে একাধিকবার আলোচনার মাধ্যমে তাদের যৌতুক সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করেন আত্মীয় স্বজনরা। এমনকি একবার স্বামীর চাহিদা মতো পঞ্চাশ হাজার টাকার যৌতুক বাবার বাড়ি থেকে এনে স্বামীকে দিয়েছিলেন স্ত্রী মুক্তা । তাতেও কোন ফল হয়নি বলে জানিয়েছেন মুক্তার ভাই । আরেকবার একলক্ষ টাকার যৌতুক দাবি করে স্বামী অরূপ চৌধুরী। এবার যৌতুক দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি । পরিণতিতে শুক্রবার খুন হন গৃহবধূ মুক্তা চৌধুরী। যৌতুকের বলি হয়ে খুন হতে হয় তাকে বলে অভিযোগ করেন মুক্তার পরিবারের সদস্যরা।

এব্যাপারে মুক্তার পরিবারের অভিযোগ, এদিন সকালবেলা তারা জানতে পারেন যে, মুক্তা চৌধুরীকে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সঙ্গে সঙ্গে তারা এখানে এসে দেখেন যে, মুক্তা চৌধুরী মৃত । তারপর মুক্তাকে হত্যা করার সন্দেহে স্বামী সহ চারজনকে অভিযুক্ত করে তার পরিবারের পক্ষ থেকে হাইলাকান্দি পুলিশে মামলা দায়ের করা হয়।

মামলার সূত্রে পুলিশ প্রধান অভিযুক্ত স্বামী অরূপ চৌধুরীকে গ্রেফতার করে। মুক্তার ভাই অমিত কুমার দেব তার দায়ের করা মামলায় বোনের স্বামী অরূপ চৌধুরী সহ সবিতা চৌধুরী, অরিজিৎ দেব চৌধুরী এবং অশোক চৌধুরীকে অভিযুক্ত করেছেন । পুলিশ ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত মুক্তার স্বামী অরূপ চৌধুরীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ।

Comments are closed.

error: Content is protected !!