Also read in

Commissioner held meeting with all concerned officials to conduct the election peacefully.

আগামী ১৮ এপ্রিল কাছাড় জেলায় লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে জেলার প্রশাসনিক ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি সহ যাবতীয় বিষয় তদারকি করার উদ্দেশ্যে বরাক উপত্যকার আয়ুক্ত আনোয়ার উদ্দিন চৌধুরী ১৪ মার্চ, বৃহস্পতিবার শিলচরে কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি, পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত, অতিরিক্ত উপায়ুক্ত রাজীব রায়, নির্বাচন আধিকারিক সুদীপ নাথ সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন l

এ উপলক্ষে আয়োজিত এই সভায় আয়ুক্ত চৌধুরী বলেন যে নির্বাচন আয়োগের নির্দেশিকা সম্পূর্ণ ভাবে মেনে এই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে l তিনি আরও বলেন যে জরুরি অবস্থায় আয়ুক্তর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে l চৌধুরী বিভিন্ন আধিকারিক দলকে নির্বাচনের সময় বিপদজনক পরিস্থিতিতে কি কি করা যেতে পারে সে বিষয়ে তার অভিজ্ঞতা ব্যক্ত করেন l

এই বৈঠকে ডিডিসি নবারুণ ভট্টাচার্য , অতিরিক্ত উপায়ুক্ত মৃদুল যাদব এবং এমসিসি সেল এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জেসিকা লালসিম প্রমুখ অংশগ্রহণ করেন l

Comments are closed.