Barak Valley TDC Student Union's Rally highlighting Different Issues Of Students.
রবিবার বরাক ভ্যালি টিডিসি স্টুডেন্টস ইউনিয়নের অধীনে কাছাড়ের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা আলোচিত হয়। আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফল ঘোষণা না করায় এবং আরও বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের কিভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমাবেশে এগুলো বিশেষভাবে গুরুত্ব পায়।
নির্ধারিত দিনের ভেতরে পরীক্ষার ফলাফল ঘোষণা না করার কারণে ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে সমাবেশে উল্লেখ করা হয়। সি ইউ সি ই টি পরীক্ষায় আসাম বিশ্ববিদ্যালয় নিজেকে যুক্ত করেছে। অথচ বিশ্ববিদ্যালয় অড সেমিস্টারের ফলাফল ঘোষণা করেনি। তাছাড়া বিশ্ববিদ্যালয় আগামী ইভেন সেমিস্টারের তারিখ এখনও ঘোষণা করেনি বলে সমাবেশে ক্ষোভ ব্যক্ত করে বলা হয়, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ পড়ুয়াদের এসব কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সমাবেশে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি মিলন দাস, ক্রীড়া সম্পাদক সুরজ দাস, জয়দীপ নন্দী, প্রাক্তন টিডিসি ইউনিয়নের সদস্য এবং আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র আসাদুর রহমান লস্কর উপস্থিত ছিলেন। টিডিসি স্টুডেন্ট ইউনিয়ন সহ দু’শতাধিক ছাত্র ছাত্রীরা এই সমাবেশে যোগদান করেন। এখানে উল্লেখ করা যেতে পারে, টিটিসি ইউনিয়নের পক্ষ থেকে রত্নরাজ আচার্য, অতন্দ্র সেনাপতি, পূর্ণ জ্যোতি দে,অঙ্কুশ দাস সহ আরো অনেকে সমাবেশে উপস্থিত ছিলেন।
Comments are closed.