Attempt is made to kill the police constable by cutting his throat in national highway, two persons are arrested.
হাইলাকান্দির বাউয়ারঘাট এলাকায় ১৫৪ নম্বর জাতীয় সড়কে শুক্রবার রাতে এক পুলিশ কনস্টেবলকে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন রাতে রাজপথে অসম পুলিশের কনেস্টবল বাহার উদ্দিন বড়ভুইয়াকে দুস্কৃতিরা
ধারালো দা দিয়ে গলায় হামলা চালিয়ে রক্তাক্ত অবস্থায় রাজপথে রেখে পালিয়ে যায়। স্থানীয় নাগরিকরা রাজপথে রক্তাক্ত অবস্থায় পুলিশকর্মীকে পড়ে থাকতে দেখে হাইলাকান্দি সদর থানার পুলিশের কাছে খবর পাঠান।।
অন্যদিকে দুস্কৃতির হামলায় আহত কনেস্টবলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেইসময় টহলরত ফ্লায়িং স্কোয়াডের একটি দলও সেখানে উপস্থিত হয়ে ঘটনা প্রত্যক্ষ করে। তারাও সঙ্গে সঙ্গে এব্যাপারে হাইলাকান্দি পুলিশকে অবগত করে । খবর পেয়ে হাইলাকান্দির পুলিশ সুপার মহনিশ মিশ্র, অতিরিক্ত পুলিশসুপার বরুন পুরকায়স্থ এবং ডি এস পি নয়নমণি বর্মন ঘটনাস্থলে হাজির হয়ে খোঁজ খবর নেন। পুলিশ দ্রুত আহত কনেস্টবলকে উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পুলিশ আহত কনস্টেবল বাহার উদ্দিন বড়ভুইয়ার জবানবন্দীও গ্রহণ করে। এর পর তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
আহত কনেস্টবল তার জবানবন্দীতে জানায়, তার উপর হামলার ঘটনার সঙ্গে তারই সাথীরা জড়িত। পুলিশ সাথে সাথেই তদন্তে নেমে দুই যুবককে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফার করে। ধৃতরা হল লালা এলাকার উজ্জ্বল নাথ এবং হাইলাকান্দির মদন কালোয়ার । ধৃতদের হাইলাকান্দি সদর থানায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
আহত কনেস্টবল বাহার উদ্দিন জানান, তার সাথীরা তাকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রাজপথে রেখে পালিয়ে যায়।
Comments are closed.