Bribery Case: Atasi is sent to jail for 14 days custody, temporary suspension from service.
কাছাড়ের ডিসি অফিসের নির্বাচন শাখার ‘বড়বাবু’ অতসী দত্ত তরফদারকে তিন দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হাজতে পাঠালেন বিচারক গৌতম বরুয়া। আগামী ১৭ এপ্রিল অভিযুক্তকে আবার আদালতে তোলার জন্য পুলিশের দুর্নীতি দমন শাখাকে নির্দেশ দিয়েছে আদালত।
প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট এর ৭ (এ) ধারায় অতসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন শাখা। মামলার সুপারভাইজিং অফিসার ডিএসপি জিতেন্দ্র চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অতসীকে জিজ্ঞাসাবাদ করার কাজ শেষ হয়েছে। তবে এই ঘুষ কাণ্ডের সঙ্গে কাছাড়ের ডিসি অফিসের অন্য কারো জড়িত কিনা সে সম্বন্ধে কিছু বলতে অস্বীকার করেন তিনি।
এদিকে, কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি এক আদেশে অতসী দত্ত তরফদারকে চাকুরী থেকে সাসপেন্ড করেছেন।
এখানে উল্লেখ্য, গত ২৮শে মার্চ উৎকোচ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন কাছাড়ের নির্বাচন অফিসের ‘বড়বাবু’ অতসী দত্ত তরফদার। ঐদিন দুপুরে ফাঁদ পেতে পুলিশের দুর্নীতি দমন শাখা শিলচর নির্বাচনী কার্যালয়ে ঘুষ নেওয়ার সময় পাকড়াও করে তাকে। হেড অ্যাসিস্ট্যান্ট অতসী ছাপার কাজের বিল মিটিয়ে দেওয়ার জন্য শহরের তারাপুর এলাকার ‘গণ আওয়াজ অফসেট প্রিন্টিং ওয়ার্কস’ নামে ছাপাখানার মালিক সুজিত চন্দের কাছ থেকে উৎকোচ দাবি করে আসছিলেন। সুজিৎ চন্দ ৩০ হাজার টাকা অতসীর হাতে তুলে দেওয়ার মুহূর্তে দুর্নীতি দমন শাখার কর্তাব্যক্তিরা পূর্ব পরিকল্পনামতো তাকে হাতেনাতে ধরেন।
Comments are closed.