Even semester examination of Assam University postponed.
আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, স্নাতক, সুসংহত পাঠক্রম ও বৃত্তিমূলক কোর্সের পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ প্রস্তাবিত রুটিন অনুযায়ী ৬ মে থেকে টিডিসি ইভেন সেমিস্টারের পরীক্ষা শুরু হবার কথা থাকলেও পরীক্ষা শুরু হবে পরবর্তী ঘোষণা অনুযায়ী। তবে বি এড এবং এল এল বি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)’র এক প্রতিনিধি দল শনিবার আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলটি ইভেন সেমিস্টারের পরীক্ষা বিলম্বনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধিদলটি ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা তুলে ধরে জানায় যে এত কম সময়ে পরীক্ষার প্রস্তুতি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। কারণ ওড সেমিস্টারের পরীক্ষা শেষ হতেই জানুয়ারি মাস অতিবাহিত হয়ে যাবে। এই অবস্থায় তিন মাসে ৬ মাসের কোর্স শেষ করা অসম্ভব’ বলে পরিষদ উল্লেখ করে। আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা ক্রমে সিদ্ধান্ত নেবেন বলে পরিষদকে আশ্বাস প্রদান করেন।
এরপরই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ থেকে ৬ মে টিডিসি ইভেন সেমিস্টারের পরীক্ষা শুরু না হওয়ার ঘোষণার কথা নোটিশ মারফত জানানো হয় বলে পরিষদের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
এখানে উল্লেখ করা যায়, আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ প্রদত্ত নোটিশে বিশ্ববিদ্যালয়ের পিজি এবং ইউজি পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হবে বলে ঘোষণা করা হয়। বি এড এবং এল এল বি পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হবে।
অন্যদিকে পরিষদের পক্ষ থেকে টিডিসি অড সেমিস্টারের ফলাফল ঘোষণার অগ্রগতির কথা জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অতি সত্ত্বর ফলাফল ঘোষণার আশ্বাস দেন। এখানে উল্লেখ্য, গত ১৮ মার্চ বিদ্যার্থী পরিষদের প্রতিনিধি দল আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছিল।
Comments are closed.