Also read in

Today’s Headlines: Paper mill staff hopes for 'ACCHE DIN' – Rahul in Panchgram today.

সুপ্রভাত, আজ মঙ্গলবার, ২৫শে চৈত্র ,১৪২৫ বঙ্গাব্দ ; ৯ই এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

বিজেপি দলের নির্বাচনী ইস্তেহার নিয়ে আজ মুখ্য শিরোনাম করেছে দৈনিক যুগশঙ্খ এবং সাময়িক প্রসঙ্গ।

সাময়িক প্রসঙ্গের আট কলাম জোড়া শিরোনাম,

ক্ষমতায় ফিরলে ফের নাগরিকত্ব বিল, ইস্তাহারে বিজেপি।। জাতীয়তাবাদ, হিন্দুত্ব, রাম মন্দির, সুশাসন-উন্নয়ন সহ ৭৫ দফার সংকল্পপত্র প্রকাশ

যুগশঙ্খের লিড নিউজ,

মন্দির ওহি বানায়েঙ্গে !ফের রাম ভরসায় মোদি ব্রিগেড : ষাটোর্ধ্ব গরিব-প্রান্তিক চাষীদের পেনশন, ইস্তাহারে রাহুলকে চাল বিজেপির

আছে সুপার অ্যাঙ্কর প্রতিবেদন,

বিলে দায়বদ্ধ! সব রাজ্যে এনআরসি’র প্রতিশ্রুতি বিজেপির

সাথে আছে,

খিলঞ্জিয়াদের প্রতারণা! অভিযোগ উড়িয়ে অকুতোভয় সর্বা-হিমন্তরা :: অস্বস্তিতে অগপ, অকপটে জবাব দেওয়ার ডাক আসু-অখিলের

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতির খবর,

  • অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা – বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতি
  • রাজ্যের স্বার্থ অক্ষুণ্ন রেখে নাগরিকত্ব আইনের অঙ্গীকার বিজেপির

এদিকে, এক আন্তর্জাতিক সমীক্ষা রিপোর্টের খবরে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,

ত্রিশঙ্কু লোকসভার ইঙ্গিত

অন্য এক সমীক্ষার খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

অসমে টাইমস নাওয়ের সমীক্ষা: সরকার গড়ছে বিজেপি জোট, সমীক্ষায় ইঙ্গিত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম,

বাঙালি খেদাও পার্টি বিজেপিকে বিদায় দিন: মমতা ।। অসমীয়া-বাঙালির মধ্যে বিদ্বেষ উস্কে দিচ্ছে সরকার: ফিরহাদ

সাময়িক প্রসঙ্গ প্রথম পাতা’র মাঝখানে বক্স করে লিখেছে,

‘আমার বাবা তো হিন্দু বাঙালি, তবে কেন বিদেশি অপবাদে মরতে হল’- প্রশ্ন তুলল অমৃত পুত্র কৃষ্ণ

কংগ্রেস সভাপতির বরাক উপত্যকা সফর নিয়ে সাময়িকের দ্বিতীয় শিরোনাম,

আজ পাঁচগ্রামে রাহুল, দেড় লক্ষ জনসমাগমের টার্গেট কংগ্রেসের- ‘আচ্ছে দিন’- এর আশায় কাগজ কল কর্মীরা

এই প্রসঙ্গে যুগশঙ্খ লিখেছে,

রাহুল আজ পাঁচগ্রামে, আশায় কাগজকল কর্মীরা, লক্ষাধিক লোক সমাগমের টার্গেট

যুগশঙ্খের অন্য এক খবর,

২১-এ কনাদের টিকিটের দায়িত্ব আমার, কবীন্দ্রের মান ভাঙাতে আশ্বাস হিমন্তের

সাময়িক প্রসঙ্গের অন্য খবর,

  • রাহুল গান্ধীর বিরুদ্ধে সমন, আদালতে হাজিরার নির্দেশ
  • পাকিস্তানের বিমানই গুলি করে নামিয়েছিলেন অভিনন্দন, রেডার ইমেজ পেশ বায়ুসেনার
  • হর্স মান্দার মামলা, সুপ্রিমে হাজির মুখ্য সচিব অলক কুমার

প্রান্তজ্যোতি রঙিন বক্সে জানাচ্ছে,

জাতীয় রেংকিংয়ে দশ ধাপ পিছলো আসাম বিশ্ববিদ্যালয় – এনআইটি ছয় ধাপ এগিয়ে

প্রথম পাতায় প্রান্তজ্যোতির দুটি খবর,

  • করিমগঞ্জে সংরক্ষণ তুলে নেওয়ার প্রচারে রাধেশ্যাম।। তফসিলিদের অপমান: মিশন
  • ৩৭০ ধারায় হাত দেওয়া হলে এর মোকাবিলা করবে কাশ্মীর: ফারুক

ভেতরের পাতায় সাময়িকের খবর,

  • শিলচরে দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র! দৃষ্টি আকর্ষণ ডিসির
  • গাড়ি দুর্ঘটনায় বিপদমুক্ত মওলানা আব্দুল জলিল নিজামী
  • পুরসভার বিরুদ্ধে কৃষিজমিতে আবর্জনা ফেলার অভিযোগ, আন্দোলনের হুমকি লক্ষ্মীপুরে

দুই এর পাতায় যুগশঙ্খের খবর,

ভোটের মুখে কর্মচ্যুত বিএসএনএল ঠিকা কর্মীরা, শিলচরে ধরনায় ক্ষোভ

সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতির শিরোনাম,

হায় অমৃতস্য পুত্রাঃ

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

বিজেপির ‘সংকল্প-পত্র

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

আডবানি-যোশী ব্রাত্য! রাহুলের মন্তব্য নিন্দনীয়

এবং

প্রতিশ্রুতি না রাখলে জুতোপেটা

খেলার পাতায় আইপিএলের খবরে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

জয়ে ফিরল কিংস একাদশ -আইপিএলে আজ চেন্নাই বনাম কলকাতা

অন্য খবর,

১৫ এপ্রিল বিশ্বকাপের দল জানাবে বোর্ড

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

শিলচরে কাল শুরু অনুর্ধ্ব -১৩ স্কুল ক্রিকেট

যুগশঙ্খের খবর,

ভারতীয় পুরুষ হকির মুখ্য কোচ গ্রাহাম রেইড

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.