Also read in

Jaundice: Deadly situation in Hailakandi, ninety-five peoples are diagnosed in three days, panic throughout the district.

জন্ডিস সহ নানা ধরনের জলবাহিত রোগ ভয়াবহ আকার ধারণ করল হাইলাকান্দিতে। বিগত তিনদিনে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে পঁচানব্বই জনের রক্তে জন্ডিস ধরা পড়ায় জেলা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগ সচত্রে জানা গেছে, হাইলাকান্দি জেলায় জন্ডিস রোগে আক্রান্তের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিগত তিনদিনে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে পঁচানব্বই জন জন্ডিস রোগে আক্রান্ত হয়েছেন বলে ধরা পড়েছে। যার ফলে অনুমান করা হচ্ছে জেলার অন্যত্র পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার গুয়াহাটি থেকে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল হাইলাকান্দিতে আসছে। তাছাড়া বর্তমানে স্থানীয়ভাবে জেলা স্বাস্থ্য বিভাগ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যুগ্ম সঞ্চালক দাবি করেছেন।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় হাইলাকান্দি শহরে প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য বিহিত পদক্ষেপ নিতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারকে নির্দেশ দিলেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। বিশুদ্ধ পানীয় জলের অভাবে হাইলাকান্দি শহরে বিভিন্ন ধরনের জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে উড়ান সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি,পি এইচ ই বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারকে ডেকে পাঠিয়ে এ নির্দেশ দিয়েছেন।জেলা উপায়ুক্তের নির্দেশের প্রেক্ষিতে পি এইচ ই বিভাগ সাথে সাথেই জলের গুণগত মান পরীক্ষার পাশাপাশি পাইপ লাইনের মেরামতের কাজ শুরু করেছে বলে জানা গেছে।

Comments are closed.

error: Content is protected !!