
Today's headlines: here are the top stories from all newspapers
আজকের শিরোনাম: দেশভাগের শিকারদের দিকে মুখ তুলেই তাকালেন না সুস্মিতারা
সুপ্রভাত, আজ শুক্রবার, ২৮শে চৈত্র ,১৪২৫ বঙ্গাব্দ ; ১২ই এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রামনগর সভায় প্রদত্ত বক্তব্যকে আজ ৮ কলাম জোড়া মুখ্য শিরোনাম করেছে সবগুলো স্থানীয় পত্রিকা ।
দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,
অসমীয়া ভাই বোনের সঙ্গে কথা বলেই বিল: মোদী:: আবেগে- উচ্ছাসে রামনগর, চৌকিদারকে ক্ষমতায় ফেরানোর উঠল কোরাস
সাথে আছে,
মোদি-লহরে ভাটা পড়েনি প্রমাণ করে রেকর্ড ভিড়
লুইতপারে বিলে নীরব মোদী
সুস্মিতাকে বরাকের জলে বিসর্জনের ডাক রাজদীপের
আস্থা নেই মানুষের, তাই বারবার শিলচরে মোদি : সুস্মিতা
বরাক এখন গুরুত্বপূর্ণ অঞ্চল! বিকাশের গান শোনালেন সর্বা
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,
খিলঞ্জীয়া স্বার্থ অক্ষুণ্ন রেখে বিলে অঙ্গীকার মোদির ।। কাগজ কল আর ডিটেনশন ক্যাম্প নিয়ে ‘স্পিকটি নট’ মোদি
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
বিল আসবে অসমীয়াদের মত নিয়ে: মোদি ।। প্রথম পর্যায়ের ভোট বলছে, এনডিএ আসছে।। কংগ্রেস- ইউডিএফ জুটি বিপজ্জনক ।। ক্ষমতায় এলে তিন তালাক আইন হবে।। কাগজ কল নিয়ে নীরব
সাথে দ্বিতীয় শিরোনামে আছে,
সুস্মিতা কে বরাকে বিসর্জন দেওয়ার ডাক রাজদীপের।। বিজেপি ক্ষমতায় থাকলে বরাকবাসীর ভয়ের কারণ নেই, ফের অভয় সর্বার
প্রান্তজ্যোতির বক্স আইটেম,
কথা দিলেন মোদি! দেশভাগের শিকারদের দিকে মুখ তুলেই তাকালেন না সুস্মিতারা
প্রান্তজ্যোতির কয়েকটি নির্বাচনী খবর,
স্নাইপার নিশানায় রাহুল! কেন্দ্রগুলো মোবাইলের আলো
বাংলাদেশীদের এনে ভোট ব্যাংক তৈরি করেছে কংগ্রেস: মোদি
ঝড়ো প্রচারে শিলচরে পদযাত্রায় শর্মিষ্ঠা
কাল শিলচরে নাজিয়ার প্রচারে কনরাড
প্রথম দফার ভোট শেষ হলো গতকাল, এই খবর আজ স্থানীয় পত্রিকাগুলো গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
সাময়িক প্রসঙ্গ লিখেছে,
অশান্তির আবহে শুরু ভোট।। অন্ধ্রে ভোট হিংসার বলি ২, বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্ত হিংসা, ভোট পড়ল ৭২ শতাংশ
বিক্ষিপ্ত ঘটনা, রাজ্যের ৫ আসনে ৭৬ শতাংশ ভোট
ত্রিপুরায় রিগিং- হিংসা! কমিশনে নালিশ সিপিএম- কংগ্রেসের ।।ভোটদান পর্ব শান্তিপূর্ণ, দাবি মুখ্যমন্ত্রীর
যুগশঙ্খের খবর,
শান্তির ভোটে ইভিএম বিভ্রাট, নাজেহাল ভোটার – হাতের ভোট পদ্মে! মেশিন বিকলে বিড়ম্বনা বহু কেন্দ্রে
প্রথম পাতায় সাময়িক প্রসঙ্গের এক বিশেষ প্রতিবেদন,
প্রসঙ্গ: অসমীয়া স্বার্থরক্ষা – বিলের হাত ধরে নাগরিকত্বের স্বপ্ন দেখা হিন্দু বাঙালির সামনে নিকষ কালো আঁধার
দৈনিক যুগশঙ্খের অন্য খবর,
ভবিষ্যতের ভূত কান্ড! মমতা সরকারকে ২০ লক্ষ জরিমানা :: শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ: অসহিষ্ণুতা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
ভেতরের পাতায় সাময়িক প্রসঙ্গের কয়েকটি খবর,
পথ দুর্ঘটনায় হত স্কুটি চালক, আহত ১
চিনের দ্বিগুণ হারে জনসংখ্যা বেড়েছে ভারতে, রিপোর্ট
সুপ্রিম কোর্টে ভূমিপুত্রদের সুরক্ষা মামলার শুনানি শীঘ্রই
ভারতের নির্বাচন নিয়ে নাক গলাবেন না, ইমরানকে আসাদুদ্দিন
সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,
ভোট ফিরে এল, জমাজল সমস্যা কিন্তু অপরিবর্তিত
প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,
সংবাদপত্রের ভূমিকা
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
সূর্যের কাছাকাছি মানুষ
এবং
প্রথম দফাতেই ইভিএম সংকট
শেষ বলে চার রান প্রয়োজন এই অবস্থায় ছক্কা হাঁকিয়ে রাজস্থান রয়েলসকে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস, এই খবরে প্রান্তজ্যোতির শিরোনাম
শেষ বলে নাটকীয় জয় চেন্নাইয়ের
আজকের আইপিএল ম্যাচ নিয়ে সাময়িকের খবর,
নজরে সৌরভের ভূমিকা! আজ ইডেনে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস
স্থানীয় খেলার খবরে যুগশঙ্খ জানাচ্ছে,
অনূর্ধ্ব ১৩ আন্তঃস্কুল ক্রিকেটের সেমিফাইনালে গভর্নমেন্ট বয়েজ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.