Also read in

APCC President Ripun Bora’s no of election rallies in Hailakandi with a helicopter.

শুক্রবার হেলিকপ্টার নিয়ে হাইলাকান্দি জেলায় দলীয় প্রার্থী স্বরূপ দাসের পক্ষে তিনটি নির্বাচনী সভা করলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা। লালার টান্টু নতুনবাজার, মনাছড়ার গোদামঘাট ও সরসপুর চা বাগানে এদিন জোরদার প্রচারাভিযান চালান রিপুন বরা।

প্রতিটি সভায় রিপুন বরা বিজেপি দলকে একহাত নিয়ে বলেন, গেরুয়া দলের হাতে বর্তমানে ভারতবর্ষ অসুরক্ষিত রয়েছে। বিজেপি হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন ঘটিয়ে ফের দেশকে টুকরো করতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সম্পদ নির্বিচারে বিক্রি করে যাচ্ছেন বিদেশি পুঁজিপতিদের হাতে। তাই দেশকে সুরক্ষিত রাখতে বিজেপিকে পরাস্ত করার ডাক দেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা।

শুক্রবার সকাল সাড়ে দশটায় হেলিকপ্টার নিয়ে লালার দক্ষিণ জষ্ণাবাদ নতুনবাজার এলাকায় করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসের নির্বাচনী প্রচারে এসে বিজেপি এ আই ইউ ডিএফ দলের সমালোচনায়ও মুখর হন তিনি। বলেন, গেরুয়া দল বিজেপি এবং এ আই ইউ ডি এফ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।। বিভিন্ন ভাষাভাষীর মানুষ নিয়ে গঠিত ভারত বর্ষ। বর্তমানে বিজেপি ক্ষমতায় আসার পর দেশ এবং দেশের জনগণ কোনক্রমে সুরক্ষিত নয়। আর এস এস পরিচালিত বিজেপি সরকার দেশকে চরম ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। একদিকে সাম্প্রদায়িকতার বিষবাস্পে জেরবার দেশ আর অন্যদিকে বিদেশির হাতে দেশের মূল্যবান সম্পদ তুলে দিচ্ছেন মোদী । কংগ্রেসের শাষনব্যবস্থায় দেশে এমন পরিস্থিতির সৃষ্টি কখনই হয় নি।সর্বধর্মকে সাথে নিয়ে চলছে কংগ্রেস।বর্তমানে বিজেপি সরকার একতরফা মনোভাব নিয়ে কাজ করছে।

এই বিজেপিকে ক্ষমতায় আনার পিছনে মূল নায়ক হলেন এ আই ইউডিফের সুপ্রিমো বদরুদ্দিন আজমল। একজন আন্তর্জাতিক ব্যবসায়ী নিজের ব্যবসা বাঁচাতে সমস্ত মুসলিমকে বিজেপির হাতে তুলে দিয়ে নিজে ফায়দা লুটার চেষ্টা করছেন।বিগত কংগ্রেস সরকারের আমলে শত শত প্রকল্প চালু করা হয়েছিল সাধারণ গরিব মানুষের কল্যাণের কথা চিন্তা করে। কিন্ত বিজেপি সরকার এসে অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছে।

মোদী ক্ষমতায় আসার আগে জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিটেনশন ক্যাম্প বন্ধ করবেন, কৃষি ঋন মকুব করবেন, দেশের বেকারদের বছরে চাকরি দিবেন। কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে কোনো কাজ করতে পারেন নি।কৃষি ঋন মাফ না করে উলটো ঘাড়ে চাপিয়ে দিয়েছেন।

জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিপুন বরা জোর গলায় বলেন, রাহুল গান্ধীর নের্তৃত্বে ফের কংগ্রেস সরকার ক্ষমতায় আসছে। তাদের সরকার ক্ষমতায় আসার পর ডিটেনশন ক্যাম্প তুলে নেওয়া হবে। ।এনআরসি’র নামে হয়রানি বন্ধ হবে।সব গরিবের প্রকল্প ফের চালু করা হবে। ধর্মের নামে নাগরিকত্ব বিল কংগ্রেস মানবে না বলেও মন্তব্য করে রিপুন বরা বলেন,
প্রধান মন্ত্রী মোদি জনজাতি করণের কথা বলে পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন। কিন্ত তা করতে পারেন নি।

সভায় প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ তার বক্তব্যে বলেন,মোদী সরকার ক্ষমতায় আসার পর শুধু মুসলিমদের উপর অত্যাচার চলছে।এর প্রতিবাদ শুধু কংগ্রেস জোর গলায় করছে।এই সরকারকে পাস দিতে বদর উদ্দিনের দল নানা ফন্দি আটছে।এদিনের সভায় অন্যদের মধ্যে আসাম প্রদেশ কংগ্রের সম্পাদক দিলোয়ার হোসেন বড়ভুইয়া, দাইয়ান হোসেন, জেলা কংগ্রেসের সভাপতি জয়নাল উদ্দিন লস্কর লালা ব্লক মন্ডল কংগ্রেস সভাপতি শুভ্রজ্যোতি নাথ, প্রকাশ চান্দ সুরানা, একলাছ উদ্দিন বড়ভুইয়া, মন্টু লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.