সুপ্রভাত আজ শুক্রবার, ৫ই বৈশাখ,১৪২৬ বঙ্গাব্দ ; ১৯শে এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ । আজ গুড ফ্রাইডে।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
গতকাল ছিল গণতন্ত্রের বৃহৎ উৎসব লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট। সবগুলো পত্রিকা ছবিসহ বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনের নানাবিধ খবর প্রকাশ করেছে। তাই আমাদের পরিবেশনায়ও আজ নির্বাচনই প্রাধান্য পেয়েছে।
যুগশঙ্খের মুখ্য শিরোনাম,
- মেরুকরণের ভোটে অস্পষ্ট বরাক – চিত্র। রাজ্যে ভোট পড়ল ৭৫.৬১%, উৎসবের ভোটে কাঁটা ইভিএম-ই
- কংগ্রেস-বিজেপির সরাসরি লড়াইয়ে পাত্তা পেল না অন্যরা
নির্বাচন নিয়ে রয়েছে যুগশঙ্খের প্রথম পাতায় আরো দুটি খবর
- বিলের প্রতিবাদে ভোটই দিলেন না প্রফুল্ল মহন্ত
- চাপ নেই, জিতছিই! ভোট ফুরোতেই এক সুর সুস্মিতা-রাজদীপের
তাছাড়াও রয়েছে
নাগরিকত্ব বিল এনআরসি দেশের স্বার্থ সুরক্ষিত করবে: মোদি
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
মেরুকরণের ভোট বরাকে। ইভিএম বিভ্রাট, মহিলাদের মারপিট, উচ্ছ্বাসের ভোট রাজ্যের পাঁচ আসনে। উৎসাহে ভাঁটা, শিলচরে কমল ভোটের হার
নির্বাচন নিয়ে আরও কিছু খবর
- শিলচরে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। খড়কুটোর মতো উড়ে গেলেন নাজিয়া
- হাইলাকান্দিতে ছাপ্পা ভোট বিজেপি- ইউ ডি এফ সংঘর্ষ, বিধায়কের বিরুদ্ধে মামলা
- করিমগঞ্জে সুবিধেয় বিজেপি, শক্ত প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ। মূল লড়াই থেকে ছিটকে গেল কংগ্রেস
- শিলচরে জয় সম্পর্কে প্রচন্ড আশাবাদী সুস্মিতা
- বিজেপির পক্ষেই রায় হবে, আত্মবিশ্বাসী রাজদীপ
- কংগ্রেস প্রার্থীর প্রচারে মুকেশ আম্বানি
প্রথম পাতায় সাময়িকের আরো কিছু খবর
- সাংবাদিক বৈঠকে বিজেপি নেতাকে লক্ষ্য করে জুতো ছুড়লেন চিকিৎসক
- প্রধানমন্ত্রীর কপ্টারে তল্লাশি, আইএএস অফিসারকে বরখাস্ত করল কমিশন
- কর্নাটকেও প্রচারের হাতিয়ার বালাকোট। দেশের কথা ভাবে না কংগ্রেস: মোদি
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,
সেয়ানে সেয়ানে টক্কর
তাছাড়াও নির্বাচন নিয়ে প্রান্তজ্যোতির প্রথম পাতায় রয়েছে আরো কিছু বিশেষ খবর।
- কেন্দ্রে মোদি ক্ষমতায় ফিরছেন না, দাবি বদরুদ্দিনের
- জয়ী হবেন দাবি কৃপা, রাধে ও স্বরূপের
- রাজ্যের পাঁচটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই
- অসমের দ্বিতীয় দফায় পাঁচ আসনই পাচ্ছে কংগ্রেস: হরিশ
নির্বাচনের ফলাফল নিয়ে সুস্মিতা ও রাজদীপকে উদ্ধৃত করে রয়েছে
- ইভিএম না খোলা পর্যন্ত কিছু বলবো না: সুস্মিতা
- রেকর্ড ভেঙ্গে ঐতিহাসিক জয় হবে: রাজদীপ
- ভোট নিয়ে প্রান্তজ্যোতি ছবিসহ জানাচ্ছে
- তরুণদের ছাপিয়ে ভোট দিলেন বয়স্ক ও বিকলাঙ্গরা
প্রান্তজ্যোতি বক্স করে লিখেছে
নিষিদ্ধ কংগ্রেসের ‘চৌকিদার চোর হ্যায়’ বিজ্ঞাপন
ভেতরের পাতায় সাময়িক প্রসঙ্গ ছবি সহ লিখেছে
ভোট না দিলে নাম কাটা যাবে শঙ্কায় ভোটকেন্দ্রে হাজির শতায়ু
ভেতরের পাতায় যুগশঙ্খ লিখেছে
- তোয়াক্কা না করেই উত্তরবঙ্গের ভোটে চলল অবাধে ছাপ্পা
- প্রিসাইডিং অফিসার পক্ষপাত দুষ্ট! চেয়ার তুলে মার কংগ্রেস এজেন্টের
- হুইল চেয়ারে বসেই ভোট দিলেন শতায়ু স্নেহলতা রায়।। ‘ভোট পার্বণ’ উদযাপন নিভিয়ার মডেল বুথে
- কংগ্রেসের জন্যই চরম আত্মত্যাগ, বিনিময়ে ধোঁকা! প্রতিশোধের অপেক্ষায় আজমল
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর নির্বাচন নিয়ে বিশেষ শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.