Also read in

Today’s Headlines: Modi, Amit and Himanta will be sent to Bangladesh by boat: Badaruddin

সুপ্রভাত, আজ সোমবার, ৮ই বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ; ২২শে এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ । আজ পৃথিবী দিবস।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

খ্রিস্টানদের পবিত্র দিন ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা, এই খবরকে আজ স্থানীয় সবগুলো পত্রিকা মুখ্য শিরোনাম করেছে।

প্রান্তজ্যোতির লিভ নিউজ,

অভিশপ্ত রবিবার, রক্তাক্ত শ্রীলংকা ।। গির্জা-হোটেলে ধারা বিস্ফোরণ :: ৩ ভারতীয় সহ হত ২১৫, আহত ৪৫০

সাথে আছে,

  • কড়া নিন্দা মোদির, নজর রাখছি: সুষমা
  • ভারতীয় দূতাবাসেও হামলার আশঙ্কা!

বক্স করে আছে,

কাঠগড়ায় ন্যাশনাল তৌহিদ জামাত

সাময়িক প্রসঙ্গের ৮ কলাম জোড়া লিড নিউজ,

  • ধারা বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলংকা, হত ২০৭:: এমন বর্বরতার স্থান নেই, নিন্দা জানিয়ে মোদি
  • ‘চার্চে আত্মঘাতী হামলা হতে পারে’, আগেই সতর্ক করেন পুলিশ প্রধান

যুগশঙ্খেরও আট কলাম জোড়া মুখ্য শিরোনাম,

৮ ধারা বিস্ফোরণে হত দুই শতাধিক- শ্রীলংকা জুড়ে কার্ফু, টার্গেটে খ্রিস্টানরা :: সন্দেহে তৌহিথ জামাত :: পাশে আছে ভারত, টুইট মোদির :: সতর্কবার্তা সত্ত্বেও কেন এড়ানো গেল না হামলা, উঠছে প্রশ্ন

তৃতীয় দফার নির্বাচন নিয়ে সাময়িকের দ্বিতীয় শিরোনাম,

  • ৪ আসনে প্রচারের শেষ দিনে টক্কর বিজেপি-কংগ্রেসের।। তৃতীয় দফার নির্বাচনে ৫৪ প্রার্থী রাজ্যে, ৮ জনের বিরুদ্ধে রয়েছে মামলা
  • কাল গুয়াহাটিতে ভোট দেবেন সপত্নীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন

সাধ্বী প্রজ্ঞার উদ্বৃতি দিয়ে আছে শিরোনাম,

‘বাবরি ভেঙে বেশ করেছি’, ফের বিতর্কিত মন্তব্য সাধ্বীর, নোটিশ ধরালো কমিশন

বড় বড় হরফে প্রান্তজ্যোতির খবর,

রাহুলের নির্দেশ এলেই বারাণসীতে লড়বো: প্রিয়ঙ্কা

এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে উদ্ধৃত করে দৈনিক যুগশঙ্খ লিখেছে,

মোদী, অমিত, হিমন্তকে নৌকায় বাংলাদেশে পাঠাবো: বদরুদ্দিন

প্রান্তজ্যোতির অ্যাঙ্কর প্রতিবেদন,

দ্বিতীয় দফায় ভোট সংখ্যালঘু অঞ্চলে, উদ্বিগ্ন বিজেপি

রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সিদ্ধান্ত জানাবেন আমেথির রিটার্নিং অফিসার, এই খবরে যুগশঙ্খ লিখেছে,

ভোটের আগে আজই রাহুলের ভাগ্য পরীক্ষা – নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন ভেল্লাপল্লিও

সাময়িকের অ্যাংকর নিউজ,

রোহন সদিয়ল কান্ড: গ্রেফতার পঞ্চায়েত প্রতিনিধি, প্রতিবাদী সভা মধুরবন্দে ।। ‘আন্তর্জাতিক জঙ্গি সংযোগ! মুখ্যমন্ত্রী- পুলিশ সুপারকে চিঠি আমিনুলের, বিধায়ক আনোয়ারকে ঘিরেও সন্দেহ

সাময়িকের কয়েকটি টুকরো খবর,

  • গান্ধী পরিবারের যে কেউ বারানসি থেকে দাঁড়ান জিতবেন মোদি: স্মৃতি
  • বন্ধ রেশন, খিদের জ্বালায় লুটের হুমকি ত্রিপুরার ব্রু উদ্বাস্তুদের
  • শেষ দফার সঙ্গেই বাংলার ৫টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
  • ভারতের ভয়েই অভিনন্দনকে ছেড়েছিল পাকিস্তান: মোদি

তিন এর পাতায় যুগশঙ্খের খবর,

২৭ মে গণছুটি নেবেন আরবান ওয়াটার সাপ্লাই ও সুয়ারেজ বোর্ডের কর্মচারীরা – ৪ মাস ধরে বেতন নেই, আন্দোলনের সিদ্ধান্ত নাগরিক সভায়

দুই এর পাতায় সাময়িকের খবর,

  • সবে বরাত রাতে মুখোমুখি বাইক সংঘর্ষে হত ১, আহত ৪
  • ঘুঙ্গুরে চাট হাউস থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় অটো চালকের মৃতদেহ

শিলচর গুয়াহাটি সড়কে এক অমানবিক কাণ্ড নিয়ে আছে খবর,

সড়কে মোবিল ফেলে টাকা রোজগার দুষ্ট চক্রের

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

পৃথিবী হুমকির মুখে

  • সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,
  • ইস্তাহারের প্রতিশ্রুতি এবং তার বাস্তবায়ন

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

এনআরসি-ছুট: সর্বানন্দের অভয়দান

এবং

সত্য সামনে আসুক

খেলার পাতায় আইপিএল এর গতকালের ম্যাচ নিয়ে সাময়িকের খবর,

নাইটদের উড়িয়ে দিল সানরাইজার্স- আরসিবি-র রোমাঞ্চকর জয়

আজকের খেলা নিয়ে যুগশঙ্খ লিখেছে,

আজ ছন্দ ধরে রাখতে চায় দিল্লি- রাজস্থান

প্রান্তজ্যোতির অন্য খবর,

জেট এয়ারওয়েজ বন্ধ হওয়ায় বিপাকে বিসিসিআই

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!