Also read in

Today’s Headlines: HimantaBiswa attacked in Bengal by Trinomul supporter.

সুপ্রভাত, আজ বুধবার, ২৪শে বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ; ৮ই মে, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার চালানোর সময় তৃণমূল কংগ্রেসীদের হাতে আক্রমণের শিকার হলেন অসমের মন্ত্রী তথা নেডা’র আহ্বায়ক ডঃ হিমন্ত বিশ্বশর্মা, এই খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।

সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,

বাংলায় আক্রান্ত হিমন্ত বিশ্ব- হামলা তৃণমূল সমর্থকদের ।। ২৭টি বাইক ভাঙচুর, অপহৃত তিন বিজেপি কর্মকর্তা

প্রান্তজ্যোতি বড় বড় হরফে লিখেছে,

বঙ্গে হিমন্তর গাড়িতে হামলা, বঙ্গবিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর

এই প্রসঙ্গে যুগশঙ্খের শিরোনাম,

প্রচারে গিয়ে দিদির বাংলায় তৃণমূল হামলার মুখে হিমন্ত

মামলায় ‘পলাতক’ বিদেশিদের নিয়ে সুপ্রিম কোর্টের কড়া অবস্থানে বিদেশি ধরার নির্দেশ দিল রাজ্য সরকার, এই খবরকে মুখ্য শিরোনাম করেছে দৈনিক যুগশঙ্খ,

৭০ হাজারেরও বেশি বিদেশি পলাতক! সরকারের নির্দেশে রাজ্যে ধরপাকড়- মামলা দায়ের করার নির্দেশ সীমান্ত পুলিশকে, সক্রিয় করা হয়েছে টাস্কফোর্সও

প্রান্তজ্যোতি লিখেছে,

  • আরও ৬ ভারতীয়কে ঠেলা হলো ডি ক্যাম্পে
  • শুনানিতে গরহাজির আপত্তিকারীরা, ভুয়া আপত্তিতে হয়রানির শিকার ২ লক্ষ মানুষ

এই প্রসঙ্গে সাময়িকের সুপার অ্যাঙ্কর নিউজ,

ভারতীয়দের হেনস্থা নিয়ে সুপ্রিম কোর্টে আজ আমসু, জমিয়াতের আইএ- ভুয়ো আপত্তি দাখিলের পেছনে আসু- আবসুর হাত রয়েছে: শরনীয়া

কাগজ কল প্রসঙ্গে প্রান্তজ্যোতির খবর,

অসম সরকারের ভূমিকাকে স্বাগত জানালো পুনরুজ্জীবন কমিটি

যুগশঙ্খ লিখেছে,

  • কেরল সরকারের পথে কাগজ কল বাঁচাতে ব্যবস্থা নিক সরকার : মানবেন্দ্র
  • মাত্র ৯৮ লক্ষ টাকার জন্য কাগজ কলকে দেউলিয়া ঘোষণা!
  • সর্বার প্রতিশ্রুতিতে ভরসা নেই কর্মীদের

নির্বাচনী ফলাফল নিয়ে চাপান-উতোরের খবরে সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় শিরোনাম,

মোদি ‘দূর্যোধন’, অহংকারীকে ক্ষমা করে না দেশ: প্রিয়ঙ্কা ।। ২৩শের পর বোঝা যাবে, পাল্টা অমিত

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • আরও বেশি আসন পেয়ে সরকার গড়বে বিজেপিই, ১৮০ ডিগ্রি ঘুরে রামমাধব
  • তিন পুলিশ কর্তার নামে ফেসবুকে আপত্তিজনক মন্তব্য, মামলা
  • তারাবির নামাজে আসা মুসল্লিদের বাইকের সিট কাটা নিয়ে চাঞ্চল্য
  • প্রয়াত প্রাক্তন নির্বাচন কমিশনার টি এন সেশন
  • আইসিস হামলার আশঙ্কায় লামডিং সহ রাজ্যের ৬ স্টেশনে সর্তকতা

ভেতরের পাতায় প্রান্তজ্যোতির খবর,

  • ডলু নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ ছাত্র
  • যুবতীকে উদ্ধারে গিয়ে জনরোষের মুখে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী
  • ১২ জন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হলো মিজোরামে

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

অসমে ‘ডি’ সন্ত্রাস আরও জোরদার হচ্ছে

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

আপত্তি পর্বের পর্দাফাঁস, কোথায় যাবে বিপন্নরা

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

ফণীর তাণ্ডব মোকাবিলা

এবং

সন্ত্রাসবাদ কালো তালিকাভুক্ত হোক পাকিস্তান

গতকালের আইপিএল ম্যাচে চেন্নাই সুপার কিংসের ১৩১ রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৪ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়, এই খবরে যুগশঙ্খ লিখেছে,

চিপকে সার্জিক্যাল স্ট্রাইক করে ফাইনালে গেল মুম্বাই

আজকের খেলা নিয়ে সাময়িকের শিরোনাম,

আজ এলিমিনেটরে সামনে সানরাইজার্স- নিজেদের আবারও প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ দিল্লি

স্থানীয় খেলার খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

স্কুল ক্রিকেটে জিতল নরসিং, কাছাড় স্কুল

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!