
সুপ্রভাত, আজ রবিবার, ২৬শে মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ১১ই জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরাক উপত্যকার ফলাফল ভালো হওয়ার খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
বাণিজ্যে রাজ্যসেরা শিলচরের অসীম- মুখ উজ্জ্বল করলো ডেইজি, বৃন্দা
সাথে আছে,
- দাপট দেখালো মেয়েরা, মফস্বলের জয়জয়কার ।। শতকরা হারে বিজ্ঞানে ৮৬.৫৯, বাণিজ্য ৮৭.৫৯ ও কলায় ৭৫.১৪
- করিমগঞ্জের মান রাখল হর্ষ, বাণিজ্যে সপ্তম
- ভালো রেজাল্ট করতে ফেসবুক থেকে দূরে থাকতে বলল অসীম
যুগশঙ্খের আট কলাম জোড়া মুখ্য শিরোনাম,
মাধ্যমিকের খরা কাটিয়ে এইচএসে মেধা বৃষ্টি বরাকে – কলা -বাণিজ্য- বিজ্ঞান প্রতিটি শাখায় বাড়ল পাশের হার
সাথে আছে,
- বাণিজ্য- বিজ্ঞানে সাফল্য অসীম- ডেইজিদের হাত ধরে
- কীর্তনে মুক্তি, ভোটে দাঁড়াতেও মন অসীমের, রাজনীতিতে ঝোঁক বৃন্দারও
- ডেইজি কোন স্কুলের ছাত্রী কাটলো না ধোঁয়াশা
- হর্ষের সাফল্যে হর্ষোল্লাস করিমগঞ্জে
- বিজ্ঞানে পাশের হার সর্বাধিক হাইলাকান্দিতে
এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,
অধ্যাপক হতে চায় বাণিজ্যে প্রথম অসীম
তবে, প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির লিড নিউজ,
সৎ ব্যক্তিকেই বেছে নেয় দেশ: মোদি- রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি পেশ
সাময়িক প্রসঙ্গের সুপার অ্যাঙ্কর নিউজ,
- সরকার গঠনে মোদিকে আমন্ত্রণ রাষ্ট্রপতির:: আডবাণী, যোশীকে পাশে রেখেই এনডিএ-র নেতা নির্বাচন।। সোনোয়ালের নেতৃত্বে রাজ্যের সাংসদরা দিল্লিতে
- যারা আমাদের ভোট দেননি, তাদের জন্য ও কাজ করুন- বিজেপি সাংসদদের নমো
এই প্রসঙ্গে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,
এবার সংখ্যালঘুদেরও আস্থা অর্জন করতে হবে: মোদি – সংসদীয় দলের নেতা নির্বাচিত, সরকার গঠনের দাবি পেশ
প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,
- ইভিএম কারচুপিতেই জয় মোদির, দাবিতে অটল মমতা
- জন্ম ২৩মে, মুসলিম পরিবার ছেলের নাম রাখল নরেন্দ্র মোদি!
- রাহুলের ইস্তফার প্রস্তাব খারিজ
- নাগাল্যান্ডের নাগা জঙ্গি হামলায় হত দুই জওয়ান
বিজেপির জয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের উচ্ছ্বাস প্রসঙ্গে সাময়িকের খবর,
গৌতমকে শোকজ কংগ্রেসের
ভেতরের পাতায় সাময়িকের খবর,
- পাথারকান্দির বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো জলের তলায় বিস্তীর্ণ এলাকা
- আজ থেকে কার্ফু তুলে নেওয়া হলো হাইলাকান্দিতে
- বিজ্ঞানে অষ্টম স্থান দখল হাফলঙের শিবাশিসের
ভেতরের পাতায় যুগশঙ্খ লিখেছে,
- করিমগঞ্জ -নেই ডাম্পিং গ্রাউন্ড, সীমিত পরিকাঠামো নিয়ে আবর্জনা সরানো সম্ভব হচ্ছে না: পুরনেত্রী
- কালিবাড়ি চরে হিন্দু সংহতির নেতা নিগৃহীত
- হাইলাকান্দি কান্ড: হিন্দুদের জন্য ক্ষতিপূরণ দাবি মঞ্চের
দৈনিক প্রান্তজ্যোতি আজকের সম্পাদকীয়,
মৎস্য সংরক্ষণ জরুরী
সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,
মিজো সীমান্ত অতিক্রম
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
কংগ্রেসের নেতৃত্ব
এবং
এনডিএ-র সাফল্য বিরোধীদের কাছে শিক্ষণীয়
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বিশ্রী ভাবে হারলো ভারতীয় দল, এই খবরে প্রান্তজ্যোতি লিখেছে,
ওয়ার্ম-আপ ম্যাচে কিউইদের কাছে হার টিম ইন্ডিয়ার
সাময়িক প্রসঙ্গের অন্য খবর,
- দ্বাদশ শ্রেণীতে প্রথম বিভাগে উত্তীর্ণ হিমা দাস
- প্রতিষ্ঠা দিবসে ১৯ জন কে সংবর্ধনা দিচ্ছে ডিএসএ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.