Also read in

Cheque bounce scam: After a 4-year chase Police arrests Arup Nag

শিলচর আশ্রম রোডের শিশু মন্দির স্কুল লেনের বাসিন্দা অনুজ নাগের ছেলে অরূপ নাগ অনেকদিন পালিয়ে থাকার পর অবশেষে ধরা পরল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিতা অনুজ নাগের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ রয়েছে, অগ্রিম জামিনে মুক্ত আছেন তিনি।

পাওনাদারের কয়েক লক্ষ টাকার চেক বাউন্স হওয়ার প্রতারণা মামলায় ( সংখ্যা এন আই ৬৬/২০১৬) পুলিশ গ্রেফতার করে তাকে। গ্রেফতারের পর স্বাস্থ্যের অবনতি হওয়ায় অরূপ নাগকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

উল্লেখ্য, ধৃত অরূপ নাগ দীর্ঘদিন থেকেই বিভিন্ন লোককে নানা ভাবে প্রতারণা করে আসছিল। গত প্রায় চার বছর ধরে গা ঢাকা দিয়ে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল সে। এমন কি সে পালিয়ে গিয়ে দুই বছর দুবাই অবস্থান করেছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলার পুলিশি তদন্ত চলছে। এবার ফিরে  আসার খবর পেয়ে পুলিশ ফোনে যোগাযোগ করে ওর অবস্থান জানতে চেষ্টা করলে, সে জানায় যে গুয়াহাটি রয়েছে। কিন্তু পুলিশ গত ওই দিনই রাত প্রায় ১২ টায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তাকে গ্রেফতার করার সংবাদে প্রতারিত ব্যক্তিগণ খুশি ব্যক্ত করেছেন।

Comments are closed.