Also read in

Kohinoor Adarsha Vidyalaya Teacher allegedly kidnaps minor girl student

ঈদের দিনে ভিনধর্মী এক নাবালিকা স্কুল ছাত্রীকে নিয়ে গা ঢাকা দিলেন বেসরকারি স্কুলের এক শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার রাজ্যেশ্বরপুরে, বুধবার সকালে। অপহৃত কিশোরী উদ্ধারে পুলিশ অভিযানে নামলেও এখন পর্যন্ত নিঁখোজ কিশোরীর কোন সন্ধান বের করতে পারে নি।

হাইলাকান্দির রাজ্যেশ্বরপুর এলাকার কোহিনুর আদর্শ বিদ্যালয়ের শিক্ষক তথা রাজ্যেশ্বরপুর সপ্তম খন্ডের বাসিন্দা সুরজ নাথের বিরুদ্ধে রাজ্যেশ্বরপুর ষষ্ঠ খণ্ডের ভিনধর্মী নাবালিকা ছাত্রী আফরোজা খানম লস্করকে  (১৪) (পরিবর্তিত নাম) অপহরনের অভিযোগ উঠেছে। ছাত্রীটি ওই বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে। ঘটনার পর ছাত্রীটির শিক্ষক পিতা সাথে সাথেই লালা থানায় নিঁখোজ সংক্রান্ত এজাহার জমা দেন। যদিও পরবর্তীতে ছাত্রীকে নিয়ে শিক্ষকের উধাও হওয়ার ঘটনাটি ধরা পড়ে। এদিকে, পুলিশ নাবালিকা ছাত্রী নিঁখোজের প্রেক্ষিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা। বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট (বিডিএসএফ)য়ের পক্ষ থেকে অবিলম্বে নাবালিকা ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়ে লালা থানা ঘেরাওর হুমকি দিয়েছেন সভাপতি আব্দুল আহাদ লস্কর ।

Comments are closed.