Junior Doctors, PGTs and faculty members of SMCH takes out a mass protest
শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ সকাল থেকে পালিত হচ্ছে চব্বিশ ঘন্টা ব্যাপী চিকিৎসক ধর্মঘট। কলকাতার নীলরতন হাসপাতালে ডাক্তার নিগ্রহের প্রতিবাদ জানাতে গিয়ে সারা দেশের সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন, পোস্ট গ্রেজুয়েট ট্রেনি অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন এই ধর্মঘট কর্মসূচি পালন করছে শিলচর মেডিক্যাল কলেজে হাসপাতালেও। উল্লেখ্য,আজ সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হয়ে চলবে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত।
নীলরতন সরকার হাসপাতালে যেভাবে অমানবিকভাবে দুজন জুনিয়র ডাক্তারকে নিগ্রহ করা হয় সে ঘটনার প্রতিবাদ তথা তাদের প্রতি সমবেদনা জানিয়ে চিকিৎসকরা এই ধর্মঘটে সামিল হয়েছেন বলে শিলচর মেডিক্যাল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়। এর ফলে ওপিডি সহ ইমার্জেন্সি ছাড়া সব কিছু বন্ধ রাখা হয়েছে।
প্রতিবাদকারী চিকিৎসকদের দাবি হচ্ছে, সমগ্র ভারতবর্ষে একটা সেন্ট্রাল মেডিক্যাল প্রটেকশন লো খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার কর্তৃক কার্যকর করতে হবে। যে আইন ভারতবর্ষের সব রাজ্যে এখন অব্দি নেই। যে ভাবে এতজন মানুষ নীলরতন হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধর করেছে, সেই ঘটনার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন জানানো হয়। তাছাড়া দার্জিলিং এর একজন মহিলা চিকিৎসকের রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনার অ্যাসোসিয়েশন তীব্র ভাষায় নিন্দা জানায়। সরকারি মেডিক্যাল প্রতিষ্ঠানগুলোতে কর্তব্যরত ডাক্তার দের জন্য ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
এই অবস্থায় অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষে চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দ্বারা অতি সত্বর একটি কঠোর আইন বলবৎ করার দাবি জানাচ্ছে বলে উল্লেখ করেন শিলচর মেডিক্যাল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক।
চিকিৎসকদের স্লোগানে আজ শিলচর মেডিক্যাল কলেজের প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে। তারা চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের জন্য বারবার স্লোগান দিতে থাকেন।
Comments are closed.