Also read in

Today’s Headlines: MLA Aminul will help Papiya to reconstruct her face through plastic surgery.

সুপ্রভাত, আজ মঙ্গলবার, ১৮ই জুন ২০১৯ খ্রিস্টাব্দ; ২রা আষাঢ় ,১৪২৬ বঙ্গাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মুখ্য শিরোনাম করেছে স্থানীয় পত্রিকা গুলো। প্রায় একই মুখ্য শিরোনাম করেছে প্রান্তজ্যোতি এবং সাময়িক প্রসঙ্গ।

প্রান্তজ্যোতির লিড নিউজ,

সংখ্যা কম হলেও বিরোধীদের মতামতের মূল্য রয়েছে, বার্তা মোদির

সাথে আছে,

সংসদে রাজদীপ রায়ের সঙ্গে বাংলায় শপথ নিলেন কৃপানাথও

সাময়িকের শিরোনাম,

সংখ্যায় কম হলেও বিরোধীদের মতামতের মূল্য রয়েছে: মোদি ।।সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু, সাংসদদের শপথ গ্রহণ চলবে আজও

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,

সংখ্যা নিয়ে ভাববেন না, সক্রিয় ভূমিকা জরুরি- বিরোধীদের আশ্বাস মোদির

দ্বিতীয় শিরোনামে আছে,

শপথ নিলেন অসমের ১৩ সাংসদ, গরহাজির আজমল- রাজদীপ কৃপানাথ বাংলায়, বাকিরা অসমীয়ায়, সংস্কৃতে দিলীপ শইকীয়ার

ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহারের খবর ওয়াজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে পরিবেশন করেছে, সাময়িক লিখেছে,

  • দাবি মানলেন মমতা, সাত দিন পর উঠল ডাক্তারদের আন্দোলন
  • দেশজুড়ে চিকিৎসা- ধর্মঘট, দুর্ভোগে রোগী ও পরিজনরা
  • ডাক্তারদের নিরাপত্তা: সুপ্রিমে মামলার শুনানি আজ
  • কাছাড়ের ও চিকিৎসা সেবা ব্যাহত সরকারি- বেসরকারি হাসপাতালে

বিজেপি দলের তাৎপর্যপূর্ণ এক সাংগঠনিক সিদ্ধান্তের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

ছক ভেঙে অমিত শাহকেই মাথায় রেখে কার্যকরী সভাপতি জেপি নাড্ডা

প্রান্তজ্যোতির অ্যাঙ্কর প্রতিবেদন,

বিল বিরোধিতার জন্যই কংগ্রেসের ভরাডুবি! স্বীকারোক্তির নিশানায় বিধানসভা ভোট, প্রবঞ্চনার চূড়ান্ত

সাময়িক প্রসঙ্গ বক্স করে জানাচ্ছে,

শালচাপড়ার মৎস্যজীবী বিজেপি কর্মী খুন, মৃতদেহ মিলল বিলে, সন্ধানহীন দুই সঙ্গী- গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে হাজির অন্য দু’জন, উত্তেজনা

প্রায় ১২ বছর আগে দুই বৎসর বয়সে আগুনে ঝলসে গিয়েছিল পাপিয়া আকুড়ার মুখ সহ সমস্ত দেহ। দরগাকোনা পাবলিক স্কুলের দশম শ্রেণীর এই মেধাবী ছাত্রীর প্লাস্টিক সার্জারি করিয়ে শ্রী ফিরিয়ে দেবেন বিধায়ক। এই খবরে দৈনিক যুগশঙ্খের অ্যাঙ্কর প্রতিবেদন,

অগ্নিদগ্ধ ছাত্রীর প্লাস্টিক সার্জারির উদ্যোগ আমিনুলের, নিলেন ব্যায়ভার ও ।। বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠান আমার জীবনটাই পাল্টে দিয়েছে: পাপিয়া

সাময়িক লিখেছে,

  • আগুনে ঝলসে গিয়েছিল মুখ, প্লাস্টিক সার্জারি করিয়ে পাপিয়ার শ্রী ফেরাবেন আমিনুল
  • ‘মনে হয়েছিল জীবনটাই শেষ, এমএলএ স্যারই পাল্টে দিলেন জীবন’

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

উনুনের আগুনে ঝলসে গিয়েছিল মুখ- পাপিয়ার প্লাস্টিক সার্জারি করাচ্ছেন আমিনুল

সাময়িক প্রসঙ্গের অ্যাঙ্কর প্রতিবেদন,

গৌতমকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঠিকই হয়েছে: গগৈ ।। “বিচলিত নই” কংগ্রেস অফিসে তালা দিতে বারণ করলেন গৌতম

সাময়িকের আরও কয়েকটি খবর,

  • ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট
  • বিহারে গরমে মৃত্যু বেড়ে ১৮৪
  • অধীর চৌধুরী হতে পারেন লোকসভায় কংগ্রেস দলনেতা

তিন এর পাতায় যুগশঙ্খ জানাচ্ছে,

মেডিক্যাল কান্ড: ফের বিচারবিভাগীয় হেফাজতে ডাঃ বৈশ্য

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

চিকিৎসায় জটিলতা

দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,

ভূগর্ভের বিষাক্ত জলের শোধন প্রক্রিয়া জরুরি

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

এক দেশ এক নির্বাচন

এবং

তবে কেন লোক হাসালি

গতকাল বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রানের বিশাল ইনিংস তাড়া করে বাংলাদেশ দল ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, এই খবরে প্রান্তজ্যোতি শিরোনাম,

ক্যারাবিয়ানদের বাঘের গর্জন শোনাল বাংলাদেশ- সাকিবের অনবদ্য সেঞ্চুরি, দুরন্ত মেজাজ লিটনের

সাময়িকের খবর,

  • হ্যামস্ট্রিংয়ে চোট, ২-৩ ম্যাচে বাদ পড়লেন ভুবি: কোহলি
  • বিশ্বকাপে আজ ইংল্যান্ড বনাম আফগানিস্তান: বিকেল তিনটা

যুগশঙ্খের অন্য খবর,

  • বড় জয় দিয়ে কোপা অভিযান শুরু উরুগুয়ের
  • এ ডিভিশনে জিতলেও বেগ পেয়েছে অভিনব- বিবেকানন্দ স্পোর্টিংয়ের জার্সি নিয়ে চর্চা

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.