Also read in

Akhanda Sangha Pradhan Shri Shri Tapan Brahmachari reaches Silchar, Diksha will be on Sunday at Ayachak Ashram

নিখিল বিশ্ব অখন্ড সংগঠনের বর্তমান প্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী এক সপ্তাহের ঝটিকা সফরে বুধবার বিকেলে শিলচর এসে পৌঁছান। শিলচর করিমগঞ্জ সহ ডিমাহাসাও জেলায় এই এক সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি দীক্ষা প্রদান এবং সংঘের কর্মীদের নিয়ে বিভিন্ন বৈঠক করবেন।

এদিন দুপুর আড়াইটার বিমানে কলকাতা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হন শ্রীশ্রী দাদামনি। তার সঙ্গে ছিলেন দি মাল্টিভার্সিটির পরিচালক আনন্দ কমল ব্রহ্মচারী এবং দিল্লি অযাচক আশ্রমের তরফে অতনু মন্ডল। এদিকে শিলচরে ভক্তরা আগে থেকেই বিমানবন্দরে তাদের অপেক্ষায় ছিলেন। প্রায় সাড়ে তিনটে নাগাদ বিমানবন্দরে শিলচর এসে পৌছন তারা। সেখান থেকে একটি ছোটখাটো শোভাযাত্রা করে ভক্তরা তাদের দাদামনিকে শিলচর আশ্রম পর্যন্ত নিয়ে আসেন। শিলচর আশ্রমে কয়েকশো ভক্ত আগে থেকেই ফুলের মালা, পুষ্প থালি ইত্যাদি নিয়ে অপেক্ষায় ছিলেন। দাদামনির গাড়ি আশ্রম প্রাঙ্গণে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সকলে উলুধ্বনি দিয়ে ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। গাড়ি থেকে নেমে সোজা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের প্রতিকৃতির সামনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর একে একে শ্রীশ্রী মামনি, শ্রীশ্রী সাধনা দেবী এবং শ্রীশ্রী ভাইদার প্রতিকৃতিতে মাল্যদান করে নিজের কক্ষে চলে যান।

সংগঠনের সর্বভারতীয় সাংস্কৃতিক সভাপতি তথা দক্ষিণ আসাম সম্মিলিত অখন্ড সংগঠনের সহ-সভাপতি নবেন্দু নাথ শ্রী শ্রী দাদামনির সপ্তাহব্যাপী ভ্রমণ কার্যসূচির ব্যাপারে বলেন, অখণ্ড সংঘপ্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী যাকে ভক্তরা শ্রীশ্রী দাদামনি বলে সম্বোধন করেন, তিনি আমাদের অঞ্চলে এক সপ্তাহ থাকবেন। এনিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। আজ তারা কলকাতা থেকে শিলচর এসে পৌঁছেছেন। এখানে ছোটখাটো কিছু বৈঠক সেরে আগামীকাল বিকেল চারটার সময় করিমগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে সন্ধ্যায় স্বরূপানন্দ সংগীত অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাত্রিযাপন সেখানেই করবেন। শুক্রবার সকাল আটটায় করিমগঞ্জে সমবেত উপাসনা, কীর্তন এবং দর্শন দান অনুষ্ঠান রয়েছে। দিনভর অনুষ্ঠানের পর বিকেলে শিলচর আশ্রমের উদ্দেশ্যে রওনা দেবেন দাদামনি। শনিবার শিলচর আশ্রমে দক্ষিণ আসাম সম্মিলিত অখন্ড সংগঠনের কর্মী সম্মেলন রয়েছে সেখানে শ্রীশ্রী দাদামনি সহ অন্যান্যরা যোগ দেবেন।
২৩ জুন রবিবার শিলচর অযাচক আশ্রম প্রাঙ্গণে অখন্ড দীক্ষাদানের অনুষ্ঠান রয়েছে। সকাল ১০টা থেকে দীক্ষাদান অনুষ্ঠানটি শুরু হবে। দীক্ষা নিতে ইচ্ছুক ব্যক্তিরা আগে থেকেই আশ্রমে যোগাযোগ করে নিতে পারেন। যারা দীক্ষা নেবেন, তাঁরা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং দীক্ষার দিন সকালে কিছু না খেয়ে শুদ্ধ বস্ত্রে দীক্ষা প্রাঙ্গণে উপস্থিত হবেন।
শ্রীশ্রী দাদামনি সোমবার সকাল ছ়টায় শিলচর থেকে ট্রেনে হাফলং শহরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে সন্ধ্যায় শ্রীশ্রী স্বরূপানন্দ সংগীতানুষ্ঠানে অংশ নেবেন। মঙ্গলবার সকাল ১১টায় ট্রেনে হাফলং থেকে আবার শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন শ্রীশ্রী দাদামনি। ২৬ জুন বুধবার দুপুর ১২টায় অযাচক আশ্রম থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং সেখান থেকে বিমানযোগে কলকাতায় ফিরে যাবেন শ্রীশ্রী দাদামনি ও অন্যান্যরা।

Comments are closed.

error: Content is protected !!