Ayachak Ashram's 'Pradhan' Tapan Brahmachari cancels Hailakandi, Haflong trip due to medical emergency
অসুস্থ দাদামণি ফিরে যাচ্ছেন কলকাতা,পরবর্তী অনুষ্ঠান বাতিল
অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারীর হাফলং এবং হাইলাকান্দির অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রবিবার দুপুরে হঠাৎ করে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় পরবর্তী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যদিও রবিবার শিলচর অযাচক আশ্রমে প্রায় সাড়ে ৩০০ জন ভক্তদের দীক্ষা প্রদান করেছেন তিনি। এরপরই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। মঙ্গলবার তিনি সকালের বিমানযোগে কলকাতা ফিরে যাবেন বলে আশ্রমের পক্ষ থেকে জানানো হয়।
জানা গেছে, রবিবার দুপুরে দীক্ষা অনুষ্ঠান এবং দর্শন প্রদানের পর তার শারীরিক বেশ কিছু অসুবিধা দেখা দেয়। সঙ্গে সঙ্গে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসকের ব্যবস্থা করা হয় । চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পরীক্ষা করেন এবং তাকে বিশ্রাম নিতে পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ শোনার পর সংগঠনের কর্মকর্তারা দাদামণির পরবর্তী কর্মসূচির ব্যাপারে কি করা হবে সে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। পরে দাদামণির নির্দেশে সব অনুষ্ঠান বাতিল করা হয়।
জানা যায়, মঙ্গলবার ডাক্তারদের তত্ত্বাবধানে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। কলকাতায় পৌঁছানোর পর যদি দাদামণির শারীরিক অবস্থার উন্নতি না হয় তবে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।
Comments are closed.