
Deadly attack on journalist : police arrests the UB constable
হাইলাকান্দি জেলা সদরের রাজপথে সাংবাদিকের উপর প্রাননাশী হামলা চালিয়ে গ্রেফতার হয়ে জেল হাজতে গেলেন হাইলাকান্দি পুলিশের কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্য ।। রবিবার রাতে ইউ বি কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্যর রোষের শিকার হন ডিওয়াই-৩৬৫ টিভি চ্যানেলের সাংবাদিক রাজেশ দাস। বছরখানেক আগে রাজেশ দাস এই কনস্টেবলের দুর্নীতি সংক্রান্ত একটি সংবাদ গুয়াহাটির ডিওয়াই -থ্রী সিক্স ফাইভ নিউজ চ্যানেলে সম্প্রচার করেছিলেন । ঐ সংবাদ পরিবেশনের বদলা নিতেই এদিন রাতে কনস্টেবল শুক্লবৈদ্য তার উপর হামলা চালান বলে অভিযোগ করেন আহত সাংবাদিক রাজেশ দাস।
এদিকে সাংবাদিকের উপর পুলিশের হামলার খবর সোমবার সকালে চাউর হতেই বরাক উপত্যকাসহ রাজ্যের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রেস ক্লাবের সদস্যরা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। যদিও পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে অভিযুক্ত কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে চৌদ্দ দিনের জন্য জেল হাজতে প্রেরণ করে।
আক্রান্ত সাংবাদিক এদিন অভিযোগ করে বলেন, রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্য রাজপথে তাকে আটকে বেধড়কভাবে মারধর করার পাশাপাশি প্রাণনাশের চেষ্টা করেন হার্বাটগঞ্জ বাজারে । যার ফলে অসুস্থ সাংবাদিক রাজেশ দাসকে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। রোববার সন্ধ্যায় সাংবাদিক রাজেশ তার এক বন্ধুর বাড়িতে মটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হাইলাকান্দি বাজারের কাছে কনষ্টবল রাজেশ শুক্লবৈদ্য তার মটরসাইকেল আটকে অহেতুক তর্ক বিতর্ক শুরু করেন । তারপর তার হাতের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটি ভেঙে ফেলে তাকে বেধড়কভাবে মারধর করতে থাকেন ।
সোমবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই প্রেস ক্লাবসহ বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে । হাইলাকান্দি প্রেস ক্লাবের সদস্যরা আক্রান্ত রাজেশকে নিয়ে হাইলাকান্দি সদর থানায় ছুটে গিয়ে এজাহার জমা দেন। তারপর সাংবাদিকরা একযোগে হাইলাকান্দির পুলিশ সুপার মহনিশ মিশ্রের সংগে দেখা করে ন্যায় বিচার কামনা করেন। আরক্ষী অধীক্ষক মহনীষ মিশ্রের নির্দেশে পুলিশ সাথে সাথেই কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্যকে গ্রেফতার করে।
প্রায় এক বছর আগে কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্য এনআরসি ভেরিফিকেশনের নামে উৎকোচ নিয়েছিলেন, আর ওই দৃশ্যই সংবাদ মাধ্যমে তুলে ধরেন সাংবাদিক রাজেশ। এই খবর সংবাদ মাধ্যমে তুলে ধরার ফলে কনস্টেবল শুক্লবৈদ্যকে ৩ মাসের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়, পরে পুনরায় চাকরিতে যোগদান করেন। আর রবিবার রাতে সুযোগ পেয়েই প্রতিশোধ নিতে সে এই আক্রমণ চালান বলে হাইলাকান্দি প্রেস ক্লাবের সদস্যদের অভিযোগ । হাইলাকান্দি, বদরপুর করিমগঞ্জ ও লালা প্রেস ক্লাবের সদস্য সহ অসমের বিভিন্ন সংস্থা সংগঠন সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
Comments are closed.