Also read in

Srikona Flyover to be inaugurated within next 6 months: assures Gautam Construction

ইদানিং কালে যারা শ্রীকোনা রেলওয়ে গেইট ক্রস করেছেন, তারাই শুধু জানেন এই রাস্তার সঠিক দশা। রেল ক্রসিংয়ের উপর ফ্লাইওভার নির্মাণ শুরু হয়েছিল বৎসরাধিক কাল থেকে, কিন্তু রাস্তার এই দুরবস্থা বর্তমানে সীমা ছাড়িয়ে গেছে। জল-কাদায় ভর্তি বিশাল বিশাল পুকুরসম গর্তের মধ্যে দিয়ে বড় বড় গাড়িগুলো হেলে দুলে কোনমতে পেরিয়ে গেলেও ছোট গাড়ি আকছার আটকা পড়ছে, আর দ্বিচক্রযানে সাহস করে কেউ এগিয়ে গেলে তার রীতিমতো অ্যাডভেঞ্চার।

এই দুঃসহ অবস্থা থেকে রেহাই পাওয়ার আশ্বাস বাণী শোনালো গৌতম কনস্ট্রাকশন।নির্মীয়মান এই ফ্লাইওভার আগামী ডিসেম্বরের মধ্যেই সুসম্পন্ন হয়ে যাবে বলে আশ্বাস দিলেন গৌতম কন্সট্রাকশনের অন্যতম কর্মকর্তা অশোক সাহা। সম্প্রতি এই নির্মাণ সংস্থার শ্রীকোনা অফিসে বসে সাহা জানান, ফ্লাইওভার নির্মাণের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য দিনরাত কাজ চলছে; রাতে বাতি জ্বালিয়ে ও কাজ হচ্ছে। বর্তমানে ফ্লাইওভারের উপরের স্ট্রাকচারের কাজে হাত দেওয়া হয়েছে। বাকি রয়েছে শুধু রিটেইনিং ওয়াল এবং নর্দমার কাজ। ফ্লাইওভারের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় সড়কের অংশটিতে ট্রাফিক সমস্যার কারণে সৃষ্ট সমস্যা সমাধানে তৎপর রয়েছে গৌতম কনস্ট্রাকশন। শ্রীকোনা ডেইলি বাজার থেকে শনি মন্দির পর্যন্ত রাস্তাটিকে মেরামতের মাধ্যমে ভালো রাখতে বদ্ধপরিকর রয়েছে গৌতম কনস্ট্রাকশন, জানালেন অশোক সাহা।

ফ্লাইওভার নির্মাণ শেষ হবে এই বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে। নতুন বছরের জানুয়ারি মাসে উদ্বোধন হবে এই ফ্লাইওভারের ।

Comments are closed.