Also read in

Administration taking initiative to make footpaths encroachment free

শিলচরের ফুটপাত খুব শীঘ্র দখলমুক্ত হচ্ছে। আজ শিলচরের অবৈধভাবে দখলকৃত ফুটপাতকে দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হল জেলা ট্রাফিক উপদেষ্টা কমিটির সভায়। কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কিছু বিষয়ে আলোচনাক্রমে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফুটপাত দখলমুক্ত করা ছাড়াও পিডব্লিউডি অফিস পয়েন্ট থেকে ট্রাঙ্ক রোড মোড় পর্যন্ত রাস্তাটিকে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত ওয়াকিং জোনে রূপান্তর করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

শহরে অত্যধিকভাবে গাড়ির সংখ্যা বৃদ্ধি সহ রাস্তার অবস্থা নিয়ে সভায় আলোচনা করা হয়। তাছাড়া চালকদের ভীষণ বাজে ভাবে গাড়ি চালানোর বিষয়টিও সভায় গুরুত্ব পায়। ঘন ঘন সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা সহ অন্যান্য বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। তাছাড়া যান চলাচল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা উপায় তো, অতিরিক্ত পুলিশ সুপার, পূর্ত বিভাগের কর্মকর্তা, এসএমবি কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধি এই কমিটিতে থাকবেন।

 

তাছাড়া, রামনগর থেকে এনআইটি পর্যন্ত বাইপাস সড়কের কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন জেলা উপায়ুক্ত।

এদিনের সভায় এসপি মুগ্ধজ্যোতি দেব মহন্ত, এডিসি জে আর লালসিম, এএসপি গৌরভ আগারওয়াল এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বলা বাহুল্য, সভার সিদ্ধান্ত অনুযায়ী শিলচরের ফুটপাত দখলমুক্ত হলে উপকৃত হবেন পথচারীরা।

Comments are closed.

error: Content is protected !!