Also read in

State Bank reduces interest rate in fixed deposit accounts from today

স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল ভারতীয় স্টেট ব্যাংক। গত সোমবারই সব রকম মেয়াদের জন্যই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারতের বৃহত্তম ব্যাংক। আজ থেকেই এই নয়া সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। স্টেট ব্যাংকের এই সিদ্ধান্তে মধ্যবিত্ত সমাজে বড় আর্থিক ধাক্কা লাগবে বলেই আশঙ্কা।

সাত দিন থেকে ৪৫ দিনের মেয়াদে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৭৫% থেকে কমিয়ে ৫.০০% করেছে এই ব্যাংক। সুদের হার কমেছে অন্য মেয়াদগুলিতেও। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদে স্থায়ী আমানতে সুদের হার কমিয়ে ৫.৭৫% করেছে । যা আগে ছিল ৬.২৫%। একইভাবে ১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫% করা হয়েছে।

শুধু তাই নয়, দীর্ঘকালীন মেয়াদেও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক। দুই থেকে তিন বছরের মেয়াদের স্থায়ী আমানতেও সুদের হারে ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাংক।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি বৈঠকের আগেই স্থায়ী আমানতে সুদের হার কমানোর ঘোষণা করল ভারতীয় স্টেট ব্যাংক। এর আগে এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাঙ্ক,পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কোটাক মাহিন্দ্রার মতো ব্যাংকগুলি স্থায়ী আমানতে সুদের হার কমিয়েছে।

Comments are closed.