Collapse of iron gate of a warehouse in Ramnagar causes death of 8 year boy, locals block National Highway
শিলচর শহরতলীর রামনগর এলাকায় গতকাল বিকেলে এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল ৮ বৎসর বয়সের স্কুলছাত্র দিব্য মালাকারের। এই ঘটনায় স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা শিলচর- করিমগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করে, পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়।
রামনগর এলাকার ডনবস্কো স্কুলের কাছে এক বিশাল লোহার গেট হঠাৎ ভেঙ্গে পড়ে দিব্যর উপর, সে তখন তার সাথীদের সাথে ওই স্থানে খেলছিল। সঞ্জয় চৌখানি নামের এক ব্যবসায়ীর নির্মীয়মান গোদাম চত্বরের প্রবেশপথের গেট ছিল এটা। স্থানীয়দের অভিমত, গেটের নিচে চাপা পড়ার সাথে সাথেই মৃত্যু হয় দিব্যর।
এই ঘটনার পর স্থানীয় জনতা গুদামের মালিক পক্ষের উদাসীনতার অভিযোগ এনে জাতীয় সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ডনবস্কো স্কুলে সব পক্ষকে নিয়ে এক সভা হওয়ার কথা রয়েছে।
রামনগর এলাকার বাসিন্দা কমল মালাকারের পুত্র দিব্য হাজী ঈশাক আলী এলপি স্কুলের ছাত্র। তার এই দুঃখজনক মৃত্যুতে রামনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.