Radhamadhab College CHHATRA SAMSAD Election : result announced at midnight amidst turmoil
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সোমবার রাধামাধব কলেজে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়; পরিস্থিতি সামাল দিতে ডাকতে হয় পুলিশ সিআরপিএফ’কে ।
ভোটদান পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হলেও গণনা শুরু হতেই জটিলতা দেখা দেয়। রিটার্নিং অফিসার অধ্যাপক ডঃ কালিপদ দাসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোট গণনার মাঝপথে ধর্নায় বসে পড়েন ছাত্রসংঘ সমর্থিত নির্দল প্রার্থী ও তাদের সমর্থকরা । তারা অভিযোগ করেন কর্তৃপক্ষ এবিভিপি’র প্রতি পক্ষপাতিত্ব মূলক আচরণ করছেন, এবিভিপি প্রার্থীদের অনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে; তারা পুনর্নির্বাচনের ও দাবি করেন। অধ্যক্ষ পুনর্গণনার প্রস্তাব দিলেও পড়ুয়ারা সাড়া দেননি, ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই অবস্থান চালিয়ে যান। অবস্থার অবনতির আশঙ্কায় শেষমেষ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন অধ্যক্ষ ; আসে পুলিশ ও সিআরপিএফ বাহিনী।
অধ্যক্ষ প্রভাত কুমার সিনহা কোন প্রার্থীকে অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, অভিযোগ থাকলে শুরু থেকেই সরব হওয়া উচিত ছিল, গণনার মাঝপথে এভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা উচিত নয়।
প্রশাসনের হস্তক্ষেপে গণনা শুরু হয়; অবশেষে রাত বারোটায় ফল ঘোষণা করা হয়। কলেজ সংসদ নির্বাচনে সাতটি পদে প্রতিদ্বন্দিতা হয়, আগেই চারজন এবিভিপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। গভীর রাতে পাওয়া খবরে জানা গেছে, সভাপতি হয়েছেন সৌরভ কংসবণিক, সহ-সভাপতি: অঞ্জলি দাস, সাধারণ সম্পাদক: অভিজিৎ কংসবণিক, ক্রীড়া সম্পাদক: জয়দীপ দাস, মিউজিক ও ড্রামা সম্পাদক: মৌমিতা দাস, বয়েজ কমনরুম সম্পাদক : ধীরাজ রায় ও গার্লস কমনরুম সম্পাদক: সোনিয়া পাল।
Comments are closed.