Also read in

Hands and feet tied up, Locals recover Dead body of an youth in Algapur area

সবাই যখন আলোর উৎসবে মেতেছিল তখন অন্ধকারে পড়া ছিল আলগাপুরের বড়নগদ গ্রামে এক লাশ। হাত-পা বাঁধা অবস্থায়। স্থানীয় বাসিন্দারা রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ লাশটি উদ্ধার করেন। স্বভাবতই এলাকায় এ ধরনের অস্বাভাবিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনায় জানা যায়, রবিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা হঠাৎ করে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন। লাশটি পড়ে ছিল আলগাপুরের বড়নগদ গ্রামে ধলেশ্বর-ভৈরবী জাতীয় সড়কের পাশে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যক্তিটি তখনো জীবিত কিনা তা সুনির্দিষ্ট করতে পুলিশ সঙ্গে সঙ্গে লাশটি হাইলাকান্দির এসকে রায় হাসপাতালে পাঠিয়ে দেয়।হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা পরীক্ষা করে ব্যক্তিটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, মৃত ব্যক্তিটি একটি ১৯ বছরের যুবক। যুবকটির নাম ডালিম উদ্দিন বরভূইয়া। প্রয়াত সিদ্দেক আলি বরভূঁইয়ার ছেলে ডালিম উদ্দিন সৈদবন্দ তৃতীয় খন্ডের বাসিন্দা ছিলেন।

যুবকটিকে খুন করে কেউ রাস্তার পাশে ফেলে রেখে গেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানা যায়। বরাক উপত্যকার বিভিন্নস্থানে প্রায়শই এ ধরনের অস্বাভাবিক ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Comments are closed.