State level National Press Day Celebration at Silchar: 6 awardees include Atin Das, Shantanu Ghosh
জাতীয় প্রেস দিবস উপলক্ষে রাজ্য স্তরে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকার ছয় জন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হবে। যাদেরকে সংবর্ধিত করা হবে সেই বিশিষ্ট সাংবাদিকরা হলেন কাছাড় জেলা থেকে অতীন দাশ এবং শান্তনু ঘোষ, করিমগঞ্জ জেলা থেকে অশোক কুমার ভট্টাচার্য এবং হাবিবুর রহমান চৌধুরী এবং হাইলাকান্দি জেলা থেকে সন্তোষ কুমার মজুমদার এবং দেবদাস পুরকায়স্থ l
রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১৬ নভেম্বর শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিতব্য রাজ্যস্তরের রাষ্ট্রীয় প্রেস দিবসের কার্যসূচিকে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার উদ্দেশ্যে আজ শিলচরে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানানো হয়।কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরির পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের যুগ্ম সঞ্চালক কনকেশ্বর বড়গোহাঁই এবং বিভাগটির লিয়াসন অফিসার জাহিদ আহমেদ তাপাদার রাজ্যিক ভিত্তিতে শিলচরে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় প্রেস দিবসের কার্যসূচি উদযাপন কমিটির সদস্যদের সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
তিনি জানান যে, এই অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী l এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, সাংসদ ডা: রাজদীপ রায়, বিধায়ক দিলীপ কুমার পাল। এ উপলক্ষে মূল বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক তথা ভারতীয় গণসংযোগ প্রতিষ্ঠানের প্রাক্তন সঞ্চালক প্রধান কে জি সুরেশ l
সভায় বক্তব্য রাখতে গিয়ে উপায়ুক্ত মাদ্দুরি রাজ্যিক ভিত্তিতে শিলচরে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় প্রেস দিবসের কার্যসূচিকে সর্বাঙ্গ সুন্দর এবং সফল করে তুলতে কমিটির সকল সদস্যদের প্রতি আহ্বান জানান l তিনি বলেন যে রাজ্যস্তরে প্রথমবারের মতো শিলচরে রাষ্ট্রীয় প্রেস দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, কাজেই আন্তরিকভাবে সবাইকে তিনি নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান l
Comments are closed.