Another snatching in broad daylight, Karimganj businessman loses two lakh
আবার দিনদুপুরে প্রকাশ্য দিবালোকে ফিল্মি কায়দায় বাইকে এসে ছোঁ মেরে টাকা ছিনতাই । এবারও দুষ্কৃতী এখন পর্যন্ত নাগালের বাইরে।
ঘটনাটি ঘটে আজ দুপুর দুটো নাগাদ করিমগঞ্জ শহরের এলআইসি অফিসের সামনে। ছিনতাইবাজের কবলে পড়ে দুই লক্ষ টাকা খোয়ালেন করিমগঞ্জের ইলোরা ভবনের স্বত্বাধিকারী কাঞ্চন দাস। শহরের অন্যতম প্রধান সড়কে এলআইসি অফিসের সামনে দু লক্ষ টাকা থাকা তার হাতের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে পালিয়ে যেতে সক্ষম হয় বাইকে আসা দুষ্কৃতী। চিৎকার চেচামেচি করেও টিকির নাগাল পাওয়া যায়নি সেই ছিনতাইবাজের। পরে কাঞ্চন দাস করিমগঞ্জ থানায় ঘটনা সবিস্তারে জানিয়ে একটি প্রাথমিক এজাহার দাখিল করেছেন। পুলিশি তদন্ত শুরু হলেও ছিনতাই বাজ ধরা পড়ার কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বরাক উপত্যকার তিনটি প্রধান শহর শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে প্রকাশ্য দিবালোকে বাইকে এসে টাকা ছিনতাইয়ের ঘটনা একের পর এক ঘটে চলেছে। কিন্তু ছিনতাইবাজদের পাকড়াও করতে পারছে না পুলিশ। এই নিয়ে জনমনে প্রচণ্ড ক্ষোভ রয়েছে।
Comments are closed.