Also read in

Road accident in Salchapra: one 'Barajatri' dies on the spot, 5 injured

কাছাড় জেলায় গতকাল সন্ধ্যা রাতে এক শোকাবহ পথ দুর্ঘটনায় শিকার হয় এক বিয়ের গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বরযাত্রীর, আহত হন পাঁচ সঙ্গী। ঘটনাটি ঘটে শিলচর- বদরপুর জাতীয় সড়কের শালচাপড়া এলাকার সুরতারা অঞ্চলে।

গতকাল সন্ধ্যা রাত সাড়ে সাতটা নাগাদ বড় যাত্রী নিয়ে আসা MZ 05 6465 নম্বরের বলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা এক লরিকে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে ঘুরে যায় এবং শিলচরের দিক থেকে আসা অপর এক গাড়ি AS 01 AP 0532 নম্বরের মারুতি সুজুকি অল্টোর সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দুটো গাড়ির সাথে সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যায় বোলেরো গাড়িটি।

ঘটনাস্থলেই বরযাত্রী হিসেবে আসা করিমগঞ্জ জেলার নিলামবাজার এলাকার রানীবাড়ির বাসিন্দা জয়ন্ত দেব(৪৫) প্রাণ হারান। আহত হয়েছেন ভূষণ গুপ্ত, বলাই দেব, নান্টু দাস, প্রদীপ দেব ও নিখিল রঞ্জন দেব।স্থানীয় জনগণ আহতদের বোলেরো গাড়ি থেকে উদ্ধার করেন এবং ১০৮ অ্যাম্বুলেন্সে সকলকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ভূষণ গুপ্তের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বড় যাত্রী দলটি নীলামবাজার থেকে অন্য গাড়িতে থাকা রানীবাড়ী অঞ্চলের বিজেপি দলের বুথ সভাপতি বর রুপু দেবকে নিয়ে কনের বাড়িতে আসছিল।

ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। তবে, ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ এবং সিআরপিএফ এসে অবরোধ হটিয়ে দেয়।

Comments are closed.